নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত ১৩ জুলাই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের স্বাস্থ্যবিধি ভেঙ্গে পেসার জোফরা আর্চার তার বান্ধবীর সাথে দেখা করতে তার ফ্ল্যাটে যান। এই ব্যাপারে অবগত হওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি জোফরা আর্চারকে দল থেকে আলাদা করে দেয় তাকে পাঁচ দিনের আইসোলেশন পাঠায়।
আর্চারের এই কাণ্ড বেশ হইচই ফেলে দিয়েছিল সবার মাঝে। আর্চার মিস করেন ২য় টেষ্ট। ইসিবি থেকে দাবি করা হয়েছিল তার এমন কর্মকাণ্ড কোটি কোটি পাউন্ড লোকসান করাতে পারতো ইসিবি’র।
এক শুনানিতে তাকে একটি লিখিত ওয়ার্নিং দেওয়া হয়। সাথে ম্যাচ ফির পরিমাণ কিছু আর্থিক জরিমানা করা হয়। তবে এ যাত্রায় বেঁচে গেলেন তিনি।
বড় ধরণের কোন শাস্তির মুখে পড়তে হয়নি তাকে। তিনি এখন তাদের সাথে যোগ দিতে পারবেন ৫ দিনের আইসোলেশন শেষেই।
আগামীকাল অর্থাৎ ২১ জুলাই থেকে দলের সাথে যোগ দিতে পারবেন আর্চার। ৩য় টেস্ট খেলতে পারবেন তিনি। ৩য় টেষ্ট শুরু হবে আগামী ২৫ জুলাই।
নিউজক্রিকেট/আরআর