টি-টোয়েন্টি ব্লাস্টে দল হারালেন কোরি এন্ডারসন

নিউজ ডেস্ক »

ইংল্যান্ডের টনটন ভিত্তিক কাউন্টি ক্লাব সমারসেট এই বছরের টি-টোয়েন্টি ব্লাস্ট লীগের জন্য চুক্তিবদ্ধ নিউজিল্যান্ডের ক্রিকেটার কোরি এন্ডারসনের সাথে তাদের চুক্তি বাতিল করেছে। আজ শুক্রবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের থাবায় অর্থনৈতিকভাবে কাবু ইংল্যান্ডের অনেক কাউন্টি ক্লাব তাদের বিদেশি খেলোয়াড়দের সাথে চুক্তি বাতিল করছে। কিউই ক্রিকেটার কোরি এন্ডারসনের সাথে সমারসেটের চুক্তি ছিল পুরো টি-টোয়েন্টি টুর্ণামেন্টটির জন্য।

সমারসেটের পরিচালক এন্ডি হারি জানান, ‘গত কয়েকটি মাস কারোর জন্যই সহজ ছিল না। আমি এই পারস্পরিক সিদ্ধান্তে পৌঁছাতে স্বচ্ছতা এবং বোঝার জন্য কোরি এবং তার প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই। এটি অবশ্যই সবার কাছে হতাশার যেহেতু কোরির টনটনে প্রত্যাবর্তনের ব্যাপারে সত্যিকারের আসল গুঞ্জন ছিল, তবে এই অনিশ্চয়তার সময়ে সিদ্ধান্তটি কোরি এবং ক্লাবকে স্পষ্টতা দিয়েছে।’

এছাড়া ক্লাবটি জানিয়েছে, ‘এই সময়ে সিদ্ধান্তটি উভয় পক্ষের জন্য মঙ্গলজনক। এবং তারা আরো বলে, ভবিষ্যতে তাকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।’

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »