টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে মাঠে নামছে এশিয়ার আরেক পরাশক্তি পাকিস্তান।

এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি কাপ্তান বাবর আজম।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। শাদাব খানের পরিবর্তে একাদশে ফিরেছেন উসামা মীর। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে অজিরা।

বিশ্বকাপের আসর এবং ওয়ানডে পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ারই। সবশেষ দুই বিশ্বকাপ ২০১৫ ও ২০১৯ সালে পাকিস্তানকে হারিয়েছিলো অস্ট্রেলিয়া। ২০১৫ সালে অ্যাডিলেডে ৬ উইকেটে এবং ২০১৯ সালে টনটনে ৪১ রানে জিতেছিল অজিরা।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।

 

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »