জীবাণুমুক্ত ও নিরাপদ অনুশীলন ব্যবস্থার ভাবনায় বিসিবি

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রিকেট বন্ধ হয়ে আছে অনেকদিন। যার কারণে স্থগিত হয়েছে অনেক সিরিজ। ক্ষতি হয়েছে বিশাল অংকের অর্থ। ফলে সবাই খেলা মাঠে ফেরানোর পক্ষে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি খেলোয়াড়দের অনুশীলনের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। আর সেই গাইডলাইনের উপর ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের নিজস্ব পরিকল্পনা সাজাচ্ছে।

ইতিমধ্যে বিসিবির মেডিকেল দলকে পরিকল্পনা সাজাতে নির্দেশ দিয়েছে বিসিবি। বিষয়টি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি জানান, সংস্পর্শ বিহীন অনুশীলনের ব্যাবস্থা করবে বিসিবি। দেশের এক ইংরেজি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্রিকেটারদের জন্য ভিন্ন ভিন্ন অনুশীলনের মডিউল আছে। ইংল্যান্ড এক রকম ব্যবস্থা করেছে আর শ্রীলঙ্কা আরেক রকম। শ্রীলঙ্কা শুধু বোলারদের জন্য পুরো আবাসিক অনুশীলনের ব্যবস্থা করেছে। অন্যদিকে ইংল্যান্ডে যদি একজন খেলোয়াড় নির্দিষ্ট একটি সময়ের জন্য ইনডোরের সব কিছু ব্যবহার কর‍তে চায় তাহলে তাকে সে সুযোগ দিবে। অন্য স্লটে আরেকজনকে দেয়া হবে। এভাবে সময় ভাগ করে সবাই ইনডোর অনুশীলন করবে। সুতারাং এখানে কাছে আসার কোনো সুযোগ নেই।’

বাংলাদেশের ক্ষেত্রে সাপোর্ট স্টাফ কমিয়ে আনা হবে। সাথে এক সময় অল্প কিছু ক্রিকেটারকে একসাথে অনুশীলন করার সুযোগ দেয়া হবে বলে জানিয়ে দেবাশীষ চৌধুরী আরো বলেন, ‘অনুশীলনের সময় আমরা সাপোর্ট স্টাফ কমিয়ে আনবো। সেশন বাই সেশন অনুশীলন হবে। এক সেশনে অল্প কিছু ক্রিকেটারকে অনুশীলনের সুযোগ দেয়া হবে। সামনের কোনো সিরিজের জন্য যদি অনুশীলন করা হয় তাহলে খেলোয়াড়, অফিসিয়াল এবং সাপোর্টিং স্টাফদের একটি নিরাপত্তা বেষ্টনির মধ্যে আনতে হবে যেন কেউ ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে না থাকে।’

প্রত্যেক অনুশীলন সেশন জীবাণুমুক্ত হবে বলে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘সব সেশন জীবাণুমুক্ত করা হবে। সব সেশনের পরে ইনডোর, জিমনেশিয়াম, নেট সব জীবাণুমুক্ত করা হবে। অনুশীলন শুরু হলে আমরা আইসিসির নিয়ম মেনে সব করবো।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »