নিউজ ডেস্ক »
চড়া মূল্যে বিক্রি হয়েছে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সেই ঐতিহাসিক ব্যাট। আর নিলাম থেকে এই ব্যাট কিনে নিয়েছেন একজন বিদেশী নাগরিক। আর সেই বিদেশী নাগরিক হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। মূলত তাঁর নিজের ফাউন্ডেশনের জন্য এই ব্যাট কিনে নিয়েছেন আফ্রিদি। ২০০০০ ডলার বা প্রায় ১৭ লক্ষ টাকায় মুশফিকুর রহিমের এই ব্যাটটা কিনে নিয়েছেন তিনি।