চোটের কারণে বিশ্বকাপ শেষ ইংলিশ পেসারের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। চলতি বিশ্বকাপে চার ম্যাচের তিনটিতেই হেরে ধুঁকতে থাকা ইংল্যান্ড দলে এবার চোটের হানা।আঙুলের চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংলিশ পেসার রিস টেফলির।

রোববার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ২৯ বছর বয়সী বাঁহাতি এ পেসারের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি থেকে বলা হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচে বাম হাতের তর্জনীতে চিড় ধরার কারণে ইংল্যান্ড ও সারের পেসার টপলি বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পর মুম্বাইয়ে করা স্ক্যানে তার চোটের তীব্রতা সম্পর্কে জানা যায়।

এতে আরও বলা হয়, টপলি আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাজ্যে ফিরে যাবেন। নিজের পুনর্বাসন নিয়ে তিনি ইংল্যান্ড ও সারে মেডিকেল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। বদলি খেলোয়াড়ের নাম সময়মতো ঘোষণা করা হবে।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »