ঘুষ না দেওয়ায় একসময় দলে সুযোগ পাইনিঃ কোহলি

নিউজ ডেস্ক »

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি ছোটবেলায় রাজ্য দলের (দিল্লি) জুনিয়র পর্যায়ের ক্রিকেটের দলে খেলার সুযোগ পাননি কারণ তার বাবা এক অসৎ কর্মকর্তার ঘুষের দাবি না মানায়। ভিরাট কোহলি এসব কথা জানান ভারতের কিংবদন্তি ফুটবলার সুনিল ছেত্রির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম লাইভে।

কোহলি ছোটবেলায় ছিলেন দুরন্ত ক্রিকেটার। তার ক্রিকেট প্রতিভার দ্বারা মুগ্ধ করেছিলেন সবাইকে। কিন্তু অসাধারণ প্রতিভাবান ভিরাটকে রাজ্য দলে জুনিয়র পর্যায়ের ক্রিকেটে দলে নিতে ভিরাটের বাবার কাছে রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের এক কর্মকর্তা ঘুষ দাবি করলে ভিরাটের বাবা তা দিতে রাজি হন নি। কারণ ভিরাটের বাবা চাননি, তার ছেলে অসৎ উপায়ে দলে সুযোগ পাক।

এই প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমাদের রাজ্যে(দিল্লি) মাঝে মাঝে কিছু অনৈতিক কর্মকান্ড ঘটে। একটা সময় দল নির্বাচনের ক্ষেত্রে কেউ একজন নিয়ন ভাঙেন। তিনি আমার বাবাকে বলেন, অতিরিক্ত কিছু দিলে ছেলে দলে খেলতে পারবে। সারাজীবন সফল আইনজীবী হওয়ার লড়াই করা সৎ মধ্যবিত্ত বাবা এই অতিরিক্ত কিছুর মানেই বুঝেন নি।’

আমার বাবা সহজভাবে বলেছিলেন, ‘আপনি যদি ভিরাটকে বেছে নিতে চান, তবে তা নিখুঁতভাবে মেধার ভিত্তিতে আসুন I আমি আপনাকে অতিরিক্ত কিছু দেব না।’

অল্প বয়সে বাবাকে হারানো কোহলি বাবার আদর্শকে নিজের সফলতার মূলমন্ত্র মেনে ছুটে চলেছেন দুর্বার গতিতে। দুর্নীতির বেড়াজালে একসময় দলে জায়গা না পাওয়া কোহলি আজ হয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার।

কোহলি বলেন, ‘বাবার মৃত্যুকে মেনে নিয়েছিলাম। সেই থেকে ক্যারিয়ারে বেশি নজর দেই। বাবা মারা যাওয়ার পরদিন রঞ্জি ট্রপিতেও ব্যাট করি। তাঁর মৃত্যুর পর মনে হত আমাকে জীবনে কিছু করতেই হবে।’

বাংলাদেশ সময়: ১২:৩০ পিএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »