খালি চোখে বিপিএল হ-য-ব-র-ল অবস্থায় – মাশরাফি

স্টাফ রিপোর্টার »

আগামীকাল (শুক্রবার) থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই আসর শুরুর প্রাক্কালে শুরুর আসর থেকেই খেলা দেশের অভিজ্ঞ ক্রিকেটার, এই আসরে অংশগ্রহণকারী দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিপিএলের ব্যবস্থাপনাকে একটা হ-য-ব-র-ল ব্যাপার বলে আখ্যায়িত করেছেন।

এবারের আসরটি শুরু হচ্ছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  একমাত্র রংপুর রাইডার্স ছাড়া প্রায় সব দলগুলোই এই একই মাঠে নিজেদের প্রস্তুতি সারছে। রংপুর রাইডার্স নিজেদের উদ্দোগে নিজেদের মাঠে প্রস্তুতি সেরেছে।

মিরপুরে আজ সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে মাশরাফি বলেন, ‘এখানে এসে যদি যে কেউ দেখে সেই বলবে একি মাঠে সবকিছু হচ্ছে, প্র‍্যাকটিস হচ্ছে, একটা হ-য-ব-র-ল ব্যাপার। একটা টূর্ণামেন্টের সৌন্দর্য আছে।’

এছাড়া এবারের আসরে নেই পূর্ণাঙ্গ ডিআরএস ব্যবস্থা। সব মিলিয়ে এই বিপিএলকে পূর্নাঙ্গ একটি টুর্নামেন্ট মানতে নারাজ মাশরাফি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »