ক্ষুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

ঘূর্ণিঝড় আম্পান লন্ডভন্ড করে দিয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। এই আম্পানে সব থেকে ক্ষতির মুখে পড়েছে খুলনার বাগেরহাট, সাতক্ষীরার মানুষজন। সাতক্ষীরায় রীতিমত দিনের বেলা জোয়ারের প্রভাবে ঘরেই থাকতে পারছেনা মানুষ। সাতক্ষীরার বিপর্যস্ত এমনই এক গ্রামের নাম আশাশুনি।

গত ৯ তারিখ আশাশুনিতে ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে যায় আদনান ফাউন্ডেশন। আর তখনই আদনান ফাউন্ডেশনের চোখে পড়ে এক ছোট বালক। আদনান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের কাছে সেই ছোট বালকটি তার একটি স্বপ্নের গল্প শোনায়। ছেলেটি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের এক বড় ভক্ত। বলা যায় তামিমের জন্য পাগল ছেলেটি। ছেলেটির ছিলো বাংলাদেশ দলের একটি জার্সি কিন্তু আম্পানের ফলে সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে গেছে তার প্রিয় জার্সিটি। জার্সি হারানো নিয়ে তার মনে কষ্টের অন্ত নেই। তার স্বপ্ন তামিম ইকবালের একটি জার্সি গায়ে জড়ানোর।

এবার সেই ছেলেটির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ছেলেটিকে দিচ্ছেন তাঁর নিজের জার্সি। তবে এ সবই সম্ভব হচ্ছে আদনান ফাউন্ডেশনের কল্যাণে। আশাশুনি থেকে ফিরে আদনান ফাউন্ডেশনের সভাপতি ও সদস্যরা চেষ্টা চালিয়ে যান তামিম ইকবালকে এ ব্যাপারে অবহিত করার। শেষ পর্যন্ত অধিনায়কের কানে তাঁর ভক্তের কথা পৌঁছাতে পেরেছে আদনান ফাউন্ডেশন।

আশার কথা হলো তামিম আশাশুনির সেই ছোট্ট ছেলেটাকে শুধু জার্সি না, জার্সির সাথে পাঠাবেন খাদ্য সামগ্রী, এবং জাতীয় দলের ক্রিকেটারদের ফান্ড থেকে নগদ অর্থ। আদনান ফাউন্ডেশনের মাধ্যমে আবারও মহানুভবতার পরিচয় দিলেন তামিম ইকবাল।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »