ক্রিকেটবিশ্বে এখন সব চেয়ে ভাল অলরাউন্ডার কে? জানালেন বোথাম

নিউজ ডেস্ক »

ক্রিকেটবিশ্বে বর্তমানে সেরা অলরাউন্ডার কে? সাকিব আল হাসান নাকি ইংল্যান্ডের বেন স্টোকস নাকি ভারতীয় অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজা। প্রশ্ন যখন সেরা অলরাউন্ডারের ইয়ান বোথামের পছন্দ স্বদেশী অলরাউন্ডার বেন স্টোকসই।

অনলাইনে এক লাইভ সেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব আলোচনা করেন ইয়ান বোথাম সেখানে অলরাউন্ডার ফ্রিনটফ নাকি অলরাউন্ডার হিসেবে কাকে বেছে নেবেন ইয়ান বোথাম? সেখানেই ইংল্যান্ডেরতো বটেই বর্তমান ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসেবে বেন স্টোকসকেই এগিয়ে রাখছেন ইয়ান বোথাম। তিনি বলেন,’ বেন স্টোকসের চেয়ে এক মাইল পিছিয়ে থাকবে অ্যান্ড্রু ফ্লিনটফ। স্টোকস কিন্তু অনেকটা আমার মতো অলরাউন্ডার। প্রাণ খুলে খেলতে পছন্দ করে। ক্রিকেটবিশ্বে এখন সব চেয়ে ভাল অলরাউন্ডার কিন্তু স্টোকসই।’

তবে ৩ জনের ক্যারিয়ার বিশ্লেষণ করলে অনেকটাই এগিয়ে থাকবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩৮ ম্যাচের ক্যারিয়ারে ১১ হাজার ৭৫২ রানের সাথে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ৫৬২টি। অপরদিকে সকল ফরম্যাটে ১৯৪ ম্যাচ খেলে বেন স্টোকসের রান সংখ্যা ৭ হাজার ৪৩ এবং ২৩১ টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

এসময় বর্তমান বিশ্বের বিশ্বমানের অলরাউন্ডার সংকট নিয়েও কথা বলেছেন ইয়ান বোথাম। অলরাউন্ডার হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। বর্তমান ক্রিকেটারদের সেটারই অভাব দেখছেন তিনি৷ বোথাম বলেন, ‘অলরাউন্ডার তৈরি করা যায় না। গাছেও ফলে না। অলরাউন্ডার জন্মায়। তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। চেন্নাইয়ের মতো গরমে কপিল যে রকম সারা দিন ধরে বল করে যেত, এখন কেউ তা পারবে? আমার মনে হয় না।’

বাংলাদেশ সময়ঃ ১০:৩০ এএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »