ক্রিকইনফোর ড্রিম টিমে জায়গা পেয়েছেন সাকিব

নিউজ ডেস্ক »

ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর বাছাই করা ড্রিম টিমে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রিমিয়াম অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকইনফোর যে ক্রিকেট বোদ্ধারা আছেন তারা মিলে এ সময়ের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেন।

বাংলাদেশ থেকে এই দলে এক মাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব। এই দলে সর্বোচ্চ ৪ জন করে আছে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ও ভারত থেকে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে আছেন ১ জন করে। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছে ইংল্যান্ডের জোফরা আর্চার।

এই দলের অধিনায়কত্বে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনার হিসেবে আছেন ভারতের রোহিত শর্মা আর ভারতের জেসন রয়কে। ওয়ান ডাউনে আছেন ভারতের ভিরাট কোহলি। এর পর বেন স্টোকস। উইকেট কিপার হিসেবে আছেন ইংল্যান্ডের জস বাটলার। এর পর অবস্থানে অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব আল হাসান। বোলার হিসেবে আছেন ক্রিস ওকস, মিচেল স্টার্ক, কুলদিব যাদব ও জাস্প্রিত বুমরাহ।

ইএসপিএনের একাদশঃ-

১. রোহিত শর্মা
২. জেসন রয়
৩. ভিরাট কোহলি
৪. কেন উইলিয়ামসন (অধিনায়ক)
৫. বেন স্টোকস
৬. জস বাটলার ( উইকেট রক্ষক)
৭. সাকিব আল হাসান
৮. ক্রিস ওকস
৯. মিচেল স্টার্ক
১০. কুলদিব যাদব
১১. জাস্প্রিত বুমরাহ
দ্বাদশ খেলোয়াড়- জোফরা আর্চার

বাংলাদেশ সময়ঃ ১১:২৫ এএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »