কোহলি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটারঃ জন্টি রোডস

নিউজ ডেস্ক »

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার মানা হয় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জন্টি রোডসকে। অসাধারণ ফিটনেসের অধিকারী জন্টি মাঠে ছিলেন অসাধারণ ক্ষিপ্র। সেই জন্টি রোডস বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটার মানছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে।

ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লাইভ আড্ডায় এই মন্তব্য করেন জন্টি। তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন খেলোয়াড়ের জন্য বিভিন্ন শারীরিক প্রয়োজনীয়তার দিকে নজর রাখতে হবে। তারা কতবার আহত হয় এবং তাদের ফিটনেসে কতটা উন্নতি হয়েছে তা আমাদের দেখতে হবে। এই দৃশ্যে, ফিটনেসের গুরুত্ব অনুধাবন করার পরে বিরাট কোহলির এক মোটা ছেলে থেকে রূপান্তর অবিশ্বাস্য।’

‘শুধু ব্যায়াম নয়, তার ডায়েটের দিকেও সে বেশ যত্নবান।’ – সাথে যোগ করেন জন্টি।

কোহলি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর দিকে মাংসের প্রতি খুবি আকৃষ্ট ছিলেন। কিন্তু ২০১৩ সালে ৩১ বছর বয়সী কোহলি স্বইচ্ছায় নিজের খাদ্যাভ্যাস, ফিটনেস, অনুশীলনের দিকে নজর দেন। তারপর থেকে ভিরাট সাফল্যের সিড়ির চুড়ায় অবস্থান করছেন।

বিগত বেশ কয়েক বছর ধরে ভিরাট আইসিসি ব্যাটিং র‍্যাংকিংয়ে ওডিয়াইতে শীর্ষে অবস্থান করছেন। তাছাড়া টেস্ট র‍্যাংকিংয়ে ২য় অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ৭:২৫ পিএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »