কোহলির স্লেজিংয়ের কারণেই ভারতের বিপক্ষে ভালো করেন মুশফিক!

নিউজ ডেস্ক »

মাঠে ভিরাট কোহলির আক্রমণাত্মক ব্যাপার গুলো সবারই জানা। সে প্রতিপক্ষের ঘাড়ে চেপে বসতে চায় স্লেজিং করে। তার স্লেজিংয়ের ফাঁদে পড়ে অনেকেই। কিন্তু ভিরাট কোহলির স্লেজিং আবার মঙ্গল বয়ে আনে মুশফিকুর রহিমেরও।

সম্প্রতি তামিম ইকবালের সাথে লাইভে এসে ভারতের অধিনায়ক জানিয়েছিলেন ওইকেটের পেছন থেকে মুশফিকদের মত খেলোয়াড়রা নানান কথা বলে তাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। এবার মুশফিকুর রহিম জানিয়েছেন ভিরাট কোহলির স্লেজিংয়ের কারণেই তার পারফরম্যান্স তুলনামূলক ভালো ভারতের বিপক্ষে।

মুশফিকুর রহিম আজ দেশের শীর্ষ অনলাইন পোর্টাল বিডিনিউজ২৪.কম’কে অনলাইনে এক ভিডিও সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারের শুরুতেই সঞ্চালক মুশফিককে ভিরাট কোহলির স্লেজিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন। উত্তরে মুশফিক বলেন, ‘উইকেটের পেছন থেকে আমরা নানান কথা বলি। আমি ওইভাবে স্লেজ করিনা। আমি এখনো অত বড় খেলোয়াড় হয়নি স্লেজ করার। তবে কয়েকটা কথা বলি। কিন্তু ভিরাট কোহলি আমাকেও অন্যরকম স্লেজিং করে। আমি ভালো খেলার পেছনে তার ভূমিকা আছে। তার স্লেজিংয়ের কারণেই আমি ভারতের বিপক্ষে তুলনামূলক ভালো খেলি। ভারতের বিপক্ষে আমার স্ট্যাটস দেখলে ব্যাপারটা খেয়াল করবেন।’

শুধু মুশফিককে না, মাঠে কোহলি আরো অনেক খেলোয়াড়কে স্লেজিং করে জানিয়ে মুশফিক বলেন, ‘সে শুধু আমাকেই স্লেজিং করেনা। সে সবাইকেই করে। সে খুব আক্রমণাত্মক থাকে মাঠে। সে দলের অধিনায়ক। সুতরাং সে চায় দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে।’

বাংলাদেশ সময়ঃ ১১:০০ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »