নিউজ ডেস্ক »
ক্রিকেট শুধু মাইন্ড গেম নয়, বরং এটি প্রতিভা এবং পরিশ্রমের মিশ্রণ। ফিটনেসও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খেলায়। তবে বাংলাদেশি ক্রিকেটাররা এর গুরুত্বই বুঝতে শুরু করেছে কিছুদিন হলো। এমনকি ভিরাট কোহলির পরিশ্রম দেখে নিজের প্রতি একসময় লজ্জা লাগতো তামিমের।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসকল সহজ স্বীকারোক্তি করেন তামিম ইকবাল। এসময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতীয় দলকে দেখেই ফিটনেসের প্রতি আরও দ্বায়িত্বশীল হয়েছে দেশের ক্রিকেটাররা বলেও জানান তামিম ইকবাল। তিনি বলেন,’ ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমরা অনেক কিছুই অনুসরণ করি। ভারতীয় দল যখন ফিটনেসের দিক থেকে বদলাতে শুরু করলো সেটিই বাংলাদেশকে সবথেকে বেশী প্রভাবিত করেছে। বলতে লজ্জা নেই, ২-৩ বছর আগেও যখন ভিরাট কোহলিকে দেখেছি জিমে কাজ করতে, রানিং করতে নিজেকে নিয়ে লজ্জা লাগতো আমার।’
তিনি আরও বলেন,’ সত্যিই নিজেকে নিয়ে লজ্জা লাগতো৷ মনে হতো এই ছেলেটি আমার বয়সী। এতো ট্রেনিং করছে। সাফল্যও পাচ্ছে। আমি হয়তো তার অর্ধেকও করছি না। তার পর্যায়ে না যেতে পারি তার পথ অনুসরণ করার চেষ্টাতো করতে পারি।’
এছাড়াও দেশীয় ক্রিকেটেও ফিটনেস নিয়ে অনুসরণীয় চরিত্র মুশফিকুর রহিম। মুশফিকের পরিশ্রম নিয়ে বরাবরই প্রশংসায় পঞ্চমুখ তামিম ইকবাল। ক্রিকইনফোর সাক্ষাৎকারেও ব্যাতিক্রম নন তিনি। ক্রিকেটীয় দিক বাদ দিয়ে ফিটনেসের দিক থেকে দেখলে মুশফিক তরুণদের জন্য যোগ্য উদাহরণ বলেও জানান তামিম। তামিম ইকবাল বলেন, ‘আমাদের দলেও একজন উদাহরণ আছে। মুশফিকুর রহিম। আমি তার ক্রিকেটীয় দিকে যাবো না। তবে ফিটনেসের দিক দিয়ে সে যেভাবে নিজেকে সামলায় সেটা বলছি। সে এমন একজন ক্রিকেটার যাকে অনুসরণ করা যায়।’
বাংলাদেশ সময়ঃ ৫:০০ পিএম
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ