কোচদের চুক্তি নিয়ে নতুন করে ভাববে বিসিবি

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস পুরো বিশ্বকে এখন দমিয়ে রেখেছে। মন্দা করে দিয়েছে অর্থনৈতিক অবস্থা। সব কিছুর পাশাপাশি এটি আঘাত এনেছে ক্রীড়াঙনেও*। ফলে মাঠে নেই কোনো খেলা। ক্রিকেটের ক্ষেত্রেও ব্যাপারটি একই। এমন সময় অলস সময় পার করছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাক্তিরা। খেলোয়াড়রা নিজেদের ফিটনেস নিয়ে বাড়িতে কাজ করলেও জাতীয় দলের কোচিং স্টাফরা এক রকম অলস সময় পার করছেন। আর এমন অবস্থা সামনে চলতে থাকলে কোচদের চুক্তিতে আসতে পারে পরিবর্তন। এটা নিয়ে ভাববে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

দেশের শীর্ষ সংবাদ পত্রিকা দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘এটা নিয়ে অবশ্যই আমাদের পর্যালোচনা করতে হবে। এই বছরের প্রায় ৪-৫ মাস চলে যাচ্ছে। এই অবস্থায় আমরা কিছু করতে পারবোনা। পরিস্থিতি ভালো হলে অবশ্যই বোর্ডে এটা নিয়ে আলোচনা করতে হবে।’

এই একই সমস্যা অন্যান্য দেশের বোর্ড গুলোর। তাদের দিকেও তাকিয়ে আছে বলে জানিয়ে প্রধান বোর্ড নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘যাদের সাথে দিন হিসেবে কাজ আমরা তাদের দরকার হলে দিনের কাজ পুষিয়ে নেবো৷ দরকার না হলে করবোনা৷ অন্যদের বেলায় কি হবে তা আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো৷ আমরা অন্য বোর্ড গুলোর উপর নজর রাখছি। তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য, প্রধান কোচ রাসেল ডমিঙোর সাথে বোর্ডের চুক্তি ২০২১ সালের আগস্ট পর্যন্ত। ২০১৯ বিশ্বকাপের পর ২ বছরের চুক্তি বাড়িয়েছে ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক৷ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির চুক্তি ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত একশ দিন হিসেবের।

বাংলাদেশ সময়ঃ ৯:০৫ পিএম

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »