কেমন প্রস্তুতি নিয়েছেন সাকিব?

নিউজ ডেস্ক »

গত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে তিনি প্রস্তুতি নিতেই মূলত দেশে এসেছিলেন। কিন্তু এই সিরিজ আবারও স্থগিত হয়ে যাওয়াতে তিনি আবার ফিরে যান।

সাকিব পুরোটা সময় অনুশীলন করেছিলেন তার বেড়ে উঠার স্থান বিকেএসপিতে। সেখানে তার সঙ্গ দিয়েছিলেন তার ছোটোবেলার দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব সেসময় নিষেধাজ্ঞায় থাকায় মিডিয়ার কোনা স্পটলাইট তার উপর পড়তে দেননি। বিসিবি থেকেও জানিয়ে দেয়া হয়েছে সে যতই আলোর বাহিরে থাকতে পারে ততই তার জন্য ভালো।

আজ থেকে সাকিব মুক্ত। সে আবারও সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন৷ তার ব্যাপারে এখন খবর প্রকাশ হলেও তেমন সমস্যা হবেনা।দেশে এসে সাকিব কিভাবে প্রাস্তুতি নিয়েছে সেটা বেশিরভাগ মানুষেরই অজানা। তবে কোচ নাজমুল আবেদীন ফাহিম সব ভেঙে বলেছে। গনমাধ্যমকে  তিনি সাকিবের প্রস্তুতির ব্যাপারে বলেন।

তিনি বলেন, ‘প্রথম থেকেই ওর নিবিড় মনোযোগ ছিল। সকালে উঠে নাস্তা করা, তারপর অনুশীলন সেশনে যাওয়া; কখনো ফিটনেস সেশনে, কখন স্কিল সেশনে। প্রথম দিকেই রোজ চারটা করে সেশন করত; সকালে দুইটা, বিকালে দুইটা। প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টার মত ট্রেনিং করেছে।’

খাবারের ব্যাপারে সাকিব বেশ সোচ্চার ছিলেন বলে জানান ফাহিম। ফিটনেস ধরে রাখতে যা করনীয় তা সাকিব করেছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘খাওয়াদাওয়া খুব কম করেছে, খুব সচেতন ছিল। রিচ ফুড মোটেও খায়নি। মাঝেমাঝে দেখেছি- যতটুকু খাওয়া দরকার তার চেয়েও কম খেয়েছে। ওজন যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য খাওয়াদাওয়া নিয়ে খুবই সতর্ক ছিল। ফিটনেস বড় ব্যাপার ছিল।’

বিকেএসপিতে সাকিব কিভাবে ছিলো এটির বর্ণনা দিতে গিয়ে ফাহিম বলেন, ‘বাইরে পারতপক্ষে যায়নি, চেষ্টা করেছে নিজের কক্ষে থাকতে। খুব সুশৃঙ্খল একটা পরিবেশে ছিল। এক মাস পরিপূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। খুব মনোযোগ ছিল ওর। পরিশ্রম করেছে। এই মানসিকতা খেলা শুরু হলে ওকে সাহায্য করবে, খুব সহজে আগের ফর্মে বা তারচেয়েও ভালো ফর্মে ফিরে আসবে।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »