কুমিল্লায় পরিবর্তন এনেছিলেন আফ্রিদি!

নিউজ ডেস্ক »

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বেশ অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো বিশ্বের অনেক টি-টুয়েন্টি ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলেন। সে ধারাবাহিকতায় তিনি ২০১৯ সালে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছিলেন।

কুমিল্লায় তার অন্তর্ভুক্তি কুমিল্লা দলে অনেকে পরিবর্তন এনেছিলো বলে জানান কুমিল্লা দলের মালিক নাফিসা কামাল। তিনি মনে করেন আফ্রিদি এসে দলের চেহেরা পাল্টে দিয়েছিলো।

সম্প্রতি দেশের অনলাইন পোর্টাল ক্রিকেফ্রেঞ্জির সাথে লাইভ আড্ডায় এসব ব্যাপারে কথা বলেন নাফিসা কামাল। তিনি বলেন, ‘আফ্রিদি দলে আসায় আমাদের অনেক পরিবর্তন এসেছে। আফ্রিদি আসা আমাদের জন্য অনেক সম্মানের ছিলো। সে আমাদের সাথে বেশ ভালোভাবেই কো অপারেট করেছে। সে একজন গাইডিং ফিগার হিসেবে কাজ করেছে। সে অনেক দায়িত্ব নিয়ে সব কিছু করেছে।’

উল্লেখ্য, আফ্রিদি ২০১৯ ছাড়াও আগে বেশ কয়েকবার বিপিএলে খেলতে এসেছিলেন। বিপিএলে সে ঢাকা গ্ল্যাডিয়েটরস, সিলেট, রংপুর ও আরো দলের হয়ে খেলেছিলেন।

বাংলাদেশ সময়ঃ ১:৩০ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »