কামিন্সের হ্যাট্রিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন শান্ত। ৪০ রান করেন তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাট্রিক করেন কামিন্স।

 

নর্থ সাউন্ডে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই ওপেনার তানজিদ তামিম স্ট্রার্কের বলে বোল্ড হয়ে ফেরেন। শান্ত ও লিটন দলকে এগিয়ে নিলেও ২৫ বলে ১৬ রান করে ফেরেন লিটন। শান্ত ৩৫ বলে ৪১ রান করে ফেরেন। ব্যাটিং প্রমোশন পেয়ে ৪ এ নামা রিশাদ ৩ বলে ২রান করে ফেরেন। সাকিব ১০ বলে ৮ রান করে ফেরেন। তাওহীদ হৃদয় ব্যাট হাতে ঝড় তোলে ২৮ বলে ২ চার ও ছয়ে ৪০ রান করেন। মাহমুদুল্লাহ ৩ বলে ২ রান করে ফেরেন। মাহেদী ১ বলে শুণ্যে ফেরার পর তাসকিন ৭ বলে ১৩ ও তানজিম ৩ বলে ৪ রান করলে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে থামে বাংলাদেশের ইনিংস।

 

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাট্রিক করেন কামিন্স। ব্যক্তিগত ৩য় ওভারের শেষ দুেই বলে মাহমুদুল্লাদ, মাহেদী ও ৪র্থ ওভারের ১ম বলে তাওহীদকে আউট করে টি২০ ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। কামিন্স ৩, জাম্পা ২, স্টার্ক ১, স্টইনিস ১ উইকেট শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »