কানেরিয়া আপিল করবেন গাঙ্গুলি প্রেসিডেন্ট হলে!

নিউজ ডেস্ক »

পাকিস্তানি স্পিনার ডানিশ কানেরিয়া ম্যাচ পাতানোর অভিযোগে বর্তমানে নিষেধাজ্ঞায় আছেন। ২০১২ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ উঠে তার উপর৷ ২০১৮ সালে সেই অভিযোগ নিজে স্বীকার করেছেন। আইসিসিও দিয়েছে নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞা কমানোর জন্য বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নিকট আবদারও করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সম্প্রতি তিনি দ্বারস্থ হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির।

গুঞ্জন চলছে সামনে আইসিসির সভাপতি পদে বসতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আর যদি তাই হয় তাহলে আইসিসির কাছে নিজের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করবেন কানেরিয়া৷

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ‘অবশ্যই আমি সৌরভের নিকট আমার সাজা কমানোর ব্যাপারে আপিল করব। আমি বিশ্বাস করি আইসিসি এতে আমাকে সাহায্য করবে৷’

কানেরিয়া আরো বলেন, ‘সৌরভ অসাধারণ একজন ক্রিকেটার। তিনি সব কিছু ভালো বুঝেন। তিনি বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি। আর আমি মনে করি তিনি আইসিসির সভাপতি হলে ক্রিকেটকে এগিয়ে নিতে ভালো কাজ করবেন।’

গাঙ্গুলির পাকিস্তানের সমর্থন লাগবে না জানিয়ে কানেরিয়া বলেন, ‘তাঁর নিজের যোগ্যতা রয়েছে আইসিসির সভাপতি হওয়ার। সভাপতি হতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সমর্থন তার লাগবেনা।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »