নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতীয় সাবেক ওপেনার চেতন চৌহান। তিনি বর্তমানে ভারতের উত্তর প্রদেশের মন্ত্রীও বটে।
করোনা ভাইরাস বর্তমান সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। ঘরবন্দী মানুষ। প্রয়োজন ব্যাতিত ঘরের বাইরে বের হবার প্রবণতা নেই কারও মাঝে। ক্রিকেট দুনিয়াও স্তব্ধ। কড়া স্বাস্থ্য নিরাপত্তায় চলছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ। আক্রন্ত হচ্ছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা।
গত শনিবার কোভিড-১৯ পরীক্ষা করে পজিটিভ আসে সাবেক এই ওপেনারের। ১৯৬৯ সালে ভারতীয় ক্রিকেটে অভিষেক ঘটে চেতন চৌহানেন। ক্যারিয়ারে ৪০টি টেস্ট খেললেও কোন সেঞ্চুরি করতে পারেননি সুনীল গাভাস্কারের সাবেক এই ওপেনিং পার্টনার। রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি।
ভারতীয় দলের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও টুইটে তার জন্য দোয়া চেয়েছেন। এসময় আকাশ চোপড়া লিখেছেন, ‘চেতন চৌহানজির কোভিড-১৯ পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। তাঁর প্রতি শুভেচ্ছা রইল। দ্রুত সেরে উঠুন, স্যার।’
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ