সাকিব শাওন »
বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান এক ওপেনারের নাম সৌম্য সরকার। দাদার হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি। এরপর বিকেএসপিতে ভর্তি হন ২০০৬ সালে। তারপর অনূর্ধ-১৯, ঘরোয়া ক্রিকেট সব জায়গাই নিজেকে প্রমাণ করেন সৌম্য। মাত্র একটি ওয়ানডের অভিজ্ঞতা দিয়েই খেলতে গিয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের মঞ্চে। ৬ ম্যাচে ২৯.১৬ গড়ে এক ফিফটিতে করেছিলেন ১৭৫ রান। আহামরি কোনো পারফরম্যান্স ছিলো এমনটা না তবে ২০১৫ বিশ্বকাপে সৌম্য ভালোভাবেই জানান দিয়েছিলেন নিজের আগমনী বার্তা। বড় ইনিংসের জন্য তার বেশিদিন অপেক্ষাও করতে হয়নি। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পেয়ে যান তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।
মাঝে আবার দল থেকে বাদও পড়েছিলেন, নানান চড়াই উতরাই পেরিয়ে আবার নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে ফিরে এসেছেন দলে। এখনো পর্যন্ত সৌম্যের ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে রান করেছেন ৩৪৩১। ১৭ ফিফটির পাশাপাশি সেঞ্চুরি করেছেন ৩ টি।
বর্তমানে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে মাঠের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই ঘরবন্দী অবস্থায় রয়েছেন। আর এই অবসর সময়টাতে নিউজ ক্রিকেট ২৪ ডটকমের প্রতিবেদক সাকিব শাওনের সাথে মুঠোফোনে নিজের বর্তমান ক্যারিয়ার এবং ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার।
নিউজ ক্রিকেটঃ অনেকদিন ধরেই তো খেলাধুলার বাইরে রয়েছেন সেক্ষেত্রে বাসায় থেকে কিভাবে সময় কাটাচ্ছেন?
সৌম্য সরকারঃ পরিবারের সাথেই সম্পূর্ণ সময়টা কাটাচ্ছি। পাশাপাশি সিনেমা দেখি, নিজের ফিটনেসের জন্য কিছু কাজ করি, দৌড়াদৌড়ি করি। মাঝেমধ্যে বাসার মধ্যেই একটু খেলাধুলা করি। এভাবেই সময় কেটে যাচ্ছে।
নিউজ ক্রিকেটঃ আপনার ক্রিকেটীয় জীবন শুরু কার হাত ধরে?
সৌম্য সরকারঃ আমি ছোট বেলা থেকেই ক্রিকেট খেলতাম। তবে এই ক্রিকেটের শুরুটা আমার মেজো দাদার হাত ধরে। তিনিই আমাকে ছোটবেলায় ক্রিকেটের সবকিছু শিখিয়েছেন।
নিউজ ক্রিকেটঃ আপনি তো বিকেএসপির ছাত্র ছিলেন, এ সময়ে এসেও বিকেএসপির সেই সোনালী দিনগুলো কেমন মিস করেন ?
সৌম্য সরকারঃ অনেক বেশি মিস করি, তখনকার অনেক স্মৃতি এখনো আমাকে নাড়া দেয়। সত্যি বলতে বিকেএসপির জীবনটা অন্যরকম সুন্দর ছিলো।
নিউজ ক্রিকেটঃ ড্রেসিংরুমে কোন ক্রিকেটারের সাথে আপনার সবথেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক?
সৌম্য সরকারঃ বিজয়, তাসকিন এদের সাথে আমার সবথেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর বিজয় আমার বেস্টফ্রেন্ড অনেক আগে থেকেই।
নিউজ ক্রিকেটঃ কোন পজিশনে ব্যাটিং করতে অাপনি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
সৌম্য সরকারঃ ক্যারিয়ারে দলের প্রয়োজনে অনেক সময় ভিন্ন পজিশনে ব্যাটিং করেছি। তবে আমি ওপেনিংয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
নিউজ ক্রিকেটঃ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে এবং টেস্টের প্রথম সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে কোন সেঞ্চুরিটিকে এগিয়ে রাখবেন?
সৌম্য সরকারঃ দুইটা সেঞ্চুরি দুই রকমের ছিলো তবে আমি ওয়ানডে সেঞ্চুরিটিকে এগিয়ে রাখবো। কারণ পাকিস্তানের বিপক্ষে করা সেই সেঞ্চুরিটি আমার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি।
নিউজ ক্রিকেটঃ জাতীয় দলের হয়ে কখনো অধিনায়কত্ব করার স্বপ্ন দেখেন কি না?
সৌম্য সরকারঃ হ্যাঁ অবশ্যই। জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার স্বপ্ন কে না দেখে তেমনি আমিও দেখি।
নিউজ ক্রিকেটঃ গতকাল আপনার বিবাহের একশোতম দিন ছিলো সবমিলিয়ে কেমন সময় কাটালেন এই একশো দিনে?
সৌম্য সরকারঃ হ্যাঁ অবশ্যই ভালো কেটেছে। যদিও বাইরের পরিস্থিতি খুব একটা ভালো না। সুতরাং বাইরে ঘুরাঘুরির অবস্থা নেই যে কারণে বাসার মধ্যেই সময় কাটিয়েছি সবমিলিয়ে বলবো ভালো সময় ছিলো এই একশো দিন।
নিউজ ক্রিকেটঃ মায়ের হাতের রান্না তো ছোট থেকেই খেয়ে এসেছেন। এখন তো স্ত্রীর রান্নাও খাওয়া হয়, কার রান্নার স্বাদ কেমন?
সৌম্য সরকারঃ মা তো মা-ই। আর মায়ের হাতের রান্না কার না ভালো লাগে। আমার স্ত্রী নতুন তাই সবকিছু শিখছে। যতটুকু পারে অনেক ভালো রান্না করে।
নিউজ ক্রিকেটঃ আপনার প্রিয় সংগীত শিল্পী কে?
সৌম্য সরকারঃ জেমস। তার গাওয়া মা এবং বাবা এই দুটি গান আমার খুবই পছন্দের।
নিউজ ক্রিকেটঃ যখন ফর্মহীনতায় থাকেন তখন নিজেকে কিভাবে চাঙ্গা রাখেন?
সৌম্য সরকারঃ ফর্ম সবার সবসময় ভালো যায় না। আমার যখন ফর্ম খারাপ যায় তখন প্রথমেই আমি মানসিকভাবে শক্ত থাকি। নিজেকে হাসি-খুশি রাখার চেষ্টা করি।
নিউজ ক্রিকেটঃ দেশের মধ্যে আপনার প্রিয় ক্রিকেটার কে?
সৌম্য সরকারঃ সাকিব আল হাসান। বিকেএসপির শুরু থেকেই সাকিব ভাইকে আমার খুবই ভালো লাগতো। তিনি অসাধারণ একজন ক্রিকেটার।
নিউজ ক্রিকেটঃ ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত রান দেখতে চান?
সৌম্য সরকারঃ নিজের তো চাওয়া-পাওয়ার শেষ থাকে না। তবে আমি এমন কিছু করতে চাই যেনো খেলা ছেড়ে দেওয়ার পরেও মানুষ আমাকে মনে রাখে, সাথে আমার নামকে মনে রাখে।
নিউজ ক্রিকেটঃ ছোট বেলায় কাদের ব্যাটিং ভালো লাগতো আপনার কাছে?
সৌম্য সরকারঃ ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলি, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল এনাদের ব্যাটিং ভালো লাগতো অনেক। তবে যুবরাজের ব্যাটিং ও খুব পছন্দ করতাম আমি।
নিউজ ক্রিকেটঃ কোন ফরম্যাটকে আপনি সবথেকে বেশি উপভোগ করেন?
সৌম্য সরকারঃ আমি ওয়ানডে ফরম্যাটই সবসময় বেশি উপভোগ করি।
নিউজ ক্রিকেটঃ যদি কখনো আপনি সুপার পাওয়ার পান তাহলে কোন বোলারের বলে ছয় ছক্কা মারতে চাইবেন?
সৌম্য সরকারঃ আমি চাইবো সে সময়কারের বিশ্বের এক নাম্বার বোলারের বলে ছয় ছক্কা মারতে।
নিউজ ক্রিকেটঃ আপনার ঘুড়ি উড়ানো বেশি পছন্দের নাকি বাইক চালানো বেশি পছন্দের?
সৌম্য সরকারঃ দুটোই পছন্দের তবে বাইক চালানো বেশি পছন্দের।
নিউজ ক্রিকেটঃ জুলাইয়ে যদি শ্রীলংকা সফর হয় সেক্ষেত্রে আপনার জন্য ভালো পারফর্ম করা কতটা চ্যালেঞ্জ হবে বলে আপনি মনে করেন?
সৌম্য সরকারঃ এখনো জানিনা শ্রীলংকা সিরিজ হবে কি না। আসলে এটা নিয়ে এখনো কিছু চিন্তা করিনি আমি।
নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেটকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
সৌম্য সরকারঃ আপনাকেও অনেক ধন্যবাদ এবং একই সাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই শুভেচ্ছা।