নিউজ ডেস্ক »
অনেকেই ভেবেছিলেন ভারত বিশ্বকাপটা হবে অনেকটাই প্রেডিক্টেবল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হারের পর মাথাচাড়া দিয়ে উঠেছেন বিশ্বের সকল ক্রিকেট ভক্তরা। আফগান আপসেটের পর এবার বিশ্ববাসী দেখলো ডাচ রূপকথার গল্প। আসরের সবচেয়ে গুছানো দল দক্ষিণ আফ্রিকাকে এবার মাটিতে নামালো নেদারল্যান্ডস। বিশ্বকাপে নিজেদের ৩য় ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭ রানের জয় নেদারল্যান্ডসের।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় নেদারল্যান্ডস। ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৪ রানে ৪ উইকেট হারানো আফ্রিকানদের হয়ে কেবল একা হাতে লড়ে যান ডেভিড মিলার। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে মিলারও সাজঘরে ফিরলে আর ম্যাচে ফিরতে পারেনি আফ্রিকানরা। শেষ উইকেট জুটিতে কেশব মহারাজ আর লুঙ্গি এনগিডি কেবল হারের ব্যবধানটা কমাতে পেরেছেন।
বিস্তারিত আসছে…