এক যুগ আগের ভুল এখনো কষ্ট দেয় বাকনরকে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আম্পায়ারদের একজন ধরা হয় স্টিভ বাকনরকে।সাবেক এই ফিল্ড আম্পায়ার এখনো অনুশোচনা বোধ করেন এক যুগ আগের দুইটি ভুল সিদ্ধান্তের জন্য।

২০০৮ সালে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিডনি টেস্টে দুটি ভুল সিদ্ধান্ত দেন স্টিভ বাকনর।ম্যাচ হেরে বাকনরের সেই ভুল সিদ্ধান্ত গুলোর খেসারত দিতে হয়েছিল সফরকারী ভারতকে।ভারতীয় গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক যুগ আগের সেই ভুল সিদ্ধান্ত গুলোর স্মৃতিচারণ করতে গিয়ে বাকনর বলেনঃ ২০০৮ সালে সিডনি টেস্টে আমি দুটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম ভারতের বিপক্ষে।আমার ভুল সিদ্ধান্ত গুলোর কারনে ভারত ম্যাচ হেরেছিল আর অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান সেঞ্চুরিও পেয়েছিল।আমার ক্যারিয়ারের এই দুটি ভুল সিদ্ধান্ত এখনো আমাকে তাড়া করে বেড়ায়।

উল্লেখ্য স্টিভ বাকনর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৮ টেস্ট ও ১৮১ ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন।২০০৯ সালে আম্পায়ারিং থেকে অবসর নেন এই আম্পায়ার।ক্যারিয়ারে অনেকবার ভুল সিদ্ধান্ত দিয়েছেন ম্যাচে, তবে বাকনরের কাছে ওই ম্যাচের ভুল সিদ্ধান্ত গুলো মেনে নেওয়ার মতো নয়! এমনটাই জানিয়েছেন তিনি।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »