একনজরে পরিসংখ্যানে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি অঘটন ঘটেছে। প্রথম অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এরপর নেদারল্যান্ডস হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। অঘটনের পর আজ মুখোমুখি লড়াই দিয়ে মাঠে ফিরবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়বে দুই দল। তার আগে দেখে নেওয়া যাক, ওয়ানডেতে ইংলিশ ও প্রোটিয়াদের দ্বৈরথ।

ম্যাচ: ৬৯
ইংল্যান্ড জয়ী: ৩০
দ. আফ্রিাকা জয়ী: ৩৩
টাই/পরিত্যাক্ত: ১/৫

দলীয় সর্বোচ্চ
ইংল্যান্ড: ৩৯৯/৯
দ. আফ্রিকা: ৩৫৪/৬

দলীয় সর্বনিম্ন
ইংল্যান্ড: ১০৩/১০
দ. আফ্রিকা: ৮৩/১০

সর্বাধিক রান
ইংল্যান্ড: জো রুট
১৬ ম্যাচে ৪৮.৬৪ গড়ে ৬৮১
দ. আফ্রিকা: জ্যাক ক্যালিস
৩৮ ম্যাচে ৩১.৯৩ গড়ে ১০৫৪

সর্বাধিক উইকেট
ইংল্যান্ড: ড্যারেন গফ
২৯ ম্যাচে ২১.২৫ গড়ে ৫১টি
দ. আফ্রিকা: শন পোলক
৩০ ম্যাচে ২১.৭৭ গড়ে ৪০টি

ব্যক্তিগত সর্বোচ্চ
ইংল্যান্ড: জস বাটলার
১২৭ বলে ১৩১ রান
দ. আফ্রিকা: হাশিম আমলা
১২৪ বলে ১৫০ রান

সেরা বোলিং
ইংল্যান্ড: জফরা আর্চার
৯.১-১-৪০-৬
দ. আফ্রিকা: অ্যান্ড্রু হল
১০-২-১৮-৫

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »