ইসিবির কোটি কোটি পাউন্ড লোকসান হতে পারত আর্চারের কারণে!

নিউজ ডেস্ক »

প্রথম টেষ্ট শেষে সাউথহ্যাম্পটন থেকে ম্যানচেস্টার যাওয়ার সময় ইংল্যান্ড পেসার জোফরা আর্চার তার বান্ধবীর সাথে দেখা করতে তার নিজের ফ্ল্যাটে ঘন্টাখানেক সময়ের জন্য উঠে। আর এতে করে সে স্বাস্থ্যবিধি নিয়ম ভঙ্গ করে, যা করোনার জন্য আরোপ করা হয়েছিল।

এই নিয়ম ভঙ্গ করার কারণে দলের নিরাপত্তা বিবেচনা করে আর্চারকে ২য় টেষ্টের দল থেকে বাদ করে দেয়া হয়। একইসাথে তাকে ৫ দিনের জন্য আইসোলেশনে থাকার জন্য বলা হয়েছে

আর্চারের এই সামান্য ভুল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কোটি কোটি টাকা লোকসান করাতে পারতো। ইসিবির ক্রিকেট পরিচালক জাইলস মনে করেন আর্চার বুঝতেই পারেননি তিনি কি ভুল করেছেন।

তিনি বলেন, ‘মহাবিপর্যয় হতে পারত আমাদের। তাঁর এই কাণ্ডের জের পুরো গ্রীষ্ম বয়ে বেড়াতে হতে পারত। ক্ষতি হতে পারত কোটি কোটি পাউন্ড। সম্ভাব্য ক্ষতিটা কত বড় ধরনের হতো আমার মনে হয় না সে তা বুঝবে। তার বয়স কম, আর অল্প বয়সীরাই ভুল করে। এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত তার।’

এইদিকে ইংল্যান্ডের কোচ আর্চারের পাশে থাকবে জানিয়ে বলেন, ‘আমরা তার পাশে আছি। সে ভুল করেছে এবং সেটি বুঝতে পেরেছে। সে এখন ৫ দিন একাকী ভাবে হোটেলের আলাদা রুমে থাকবে। আশা রাখছি সে ভালোভাবেই ফিরবে।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »