ইতিহাস সৃষ্টির ম্যাচে রশিদ খানের নতুন রেকর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করলো আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে ৮ রানে জিতেছে আফগানরা। ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন নাভিন উল হক। রশিদ খানও ৪ উইকেট শিকারের মাধ্যমে টি২০ ক্রিকেটে সাউদির ১১৮ ম্যাচে ১৫০ উইকেট শিকারের রেকর্ড ভেঙ্গে মাত্র ৯২ ম্যাচে ১৫০ উইকেট পূর্ণ করেছেন রশিদ খান।

কিংসটনে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান করার পরও রিশাদ হোসাইনের বোলিং তোপে পড়ে ১১৫ রানে থামে আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৪৩ রান করেন গুরবাজ। ১০ বলে অপরাজিত ১৯ রান করেন রশিদ খান। ইব্রাহিম যাদরান ১৮ রান করেন। রিশাদ ৩, মুস্তাফিজ ও তাসকিন ১টি করে উইকেট শিকার করেন।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের সামনে সেমি খেলার জন্য ১২.১ ওভারে জয়ের লক্ষ্য বেঁধে দেয়া হয়। লিটন দাস প্রথম ওভারেই চার ছয় হাঁকিয়ে শুরু করলেও তানজিদ শুণ্য, সাকিব শুণ্য, শান্ত ৫ রান করে ব্যর্থ হয়ে ফেরার পর লিটন ব্যতীত সকলেই ব্যর্থ হলে শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে ১০৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। বৃষ্টির কারনে ১৯ ওভারের ম্যাচে ১১৪ রানের লক্ষ্য থাকায় বৃষ্টি আইনে ৮ রানে জিতে আফগানরা। ২য় সর্বোচ্চ ৯ বলে ১৪ রান করেন তাওহীদ। সৌম্য ১০ বলে ১০ রান করেন। আফগানিস্তানের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন নাভিন উল হক ও রশিদ খান।

ইতিহাস গড়ার ম্যাচে রশিদ খান ৪ উইকেট শিকার করে টি২০ ক্রিকেটে দ্রæততম ১৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। এর আগে ১১৮ ম্যাচে ১৫০ উইকেট শিকার করেছিলেন টিম সাউদি। রশিদ মাত্র ৯২ ম্যাচেই ১৫০ উইকেট শিকার করেন।

বাংলাদেশের পরাজয়ে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়াও। আফগানিস্তান গেল ওয়ানডে বিশ্বকাপে দূর্দান্ত খেলেও সেমিতে যেতে পারেনি। তবে এবার টি২০ বিশ্বকাপেই ইতিহাস সৃষ্টি করেছে আফগানরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »