ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা পাকিস্তানের, দুই নতুন মুখ

নিউজ ডেস্ক »

চলতি বছরের জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সফরকে সামনে রেখে ২৯ সদস্যের বিশাল দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। দলে নতুন মুখ হায়দার আলী এবং কাশিফ ভাট্টি।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান টেস্ট দলের দায়িত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক আজহার আলী এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টির ১ নম্বর ব্যাটসম্যান বাবর আজম।

স্কোয়াডে রয়েছেন টেস্টকে বিদায় জানানো ওয়াহাব রিয়াজ। তাছাড়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দারুণ পারফর্ম করার উপহারস্বরুপ ব্যাটসম্যান হায়দার আলী স্কোয়াডে স্থান পেয়েছেন। এছাড়াও অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার কাশিফ ভাট্টি রয়েছেন এই স্কোয়াডে।

দেখে নিন ২৯ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ- আজহার আলী(টেস্ট অধিনায়ক), বাবর আজম (টি-টোয়েন্টি অধিনায়ক) মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, হায়দার আলী, খুশদীল শাহ, ইমাম উল হক, শান মাসুদ, ফকর জামান, আবিদ আলি, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, সরফরাজ আহমেদ(উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান( উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ হাসনাইন, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আব্বাস, কাশিফ ভাট্টি, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শাদাব খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম, সোহেল খান, উসমান খান সিনওয়ারি।

রিজার্ভ ক্রিকেটার হিসেবে রয়েছেনঃ- ইমরান বাট, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, মূসা খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »