আমাকে বিদায় জানাতে বোর্ড খুব তাড়াহুড়ো করছিলোঃ মাশরাফি

নিউজ ডেস্ক »

কোনো সন্দেহ ছাড়াই মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সেরা অধিনায়ক। পরিসংখ্যান দেখলে দেখা যাবে তিনি দেশের সেরা ফাস্ট বোলার। কিন্তু গেল বিশ্বকাপে তিনি তার সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি৷ ৮ ইনিংসে বল করে উইকেট পেয়েছেন মাত্র একটি৷ যেটা তার নামের পাশে বড্ড বেমানান। গুঞ্জন উঠেছিলো বিশ্বকাপের শেষ ম্যাচেই তিনি অবসরে চলে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এর পর খবর প্রকাশ হয় মাশরাফিকে ঘরের মাঠে বিদায় দিতে জিম্বাবুয়েকে একটি ম্যাচের জন্য আমন্ত্রণ দেয়া হবে। কিন্তু মাশরাফি এতে রাজি ছিলেন না।

সম্প্রতি ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি তার অবসর নিয়ে কথা বলেন। কথা বলেছেন বিশ্বকাপের নানান ইস্যু আর তাকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। জিম্বাবুয়ের সাথে একটি ম্যাচের জন্য কেনো রাজি হয়নি এর কারণও তিনি বলেছেন।

মাশরাফি মনে করেন বিসিবি তাকে অবসরে পাঠিয়ে দেয়ার জন্য অনেক তারাহুড়ো করেছে। তিনি চাননি তার জন্য বোর্ড ২ কোটি টাকা খরচ করুক যেখানে ঘরোয়া লীগের খেলোয়াড়রা ঠিক মত টাকা পয়সা পায়না। তিনি বলেন, ‘সত্যি বলতে মনে হচ্ছিল আমাকে বিদায় জানাতে তারা খুব তাড়াহুড়া করেছে এবং এটি অবশ্যই ব্যথিত করেছে। প্রথমত, আমাকে বিদায় জানাতে তাদের একটি ম্যাচের ব্যবস্থা করতে হয়েছিল এবং এটি কোনও সাধারণ ম্যাচ ছিল না। একটি দ্বিপাক্ষিক সিরিজ এক কথা আর জলদি একটি বিশেষ ম্যাচ আয়োজন করা সেটা অন্য বিষয়।’

বোর্ড ২ কোটি টাকা খরচ করার জন্য প্রস্তুত ছিলো জানিয়ে মাশরাফি বলেন, ‘তারা এই ম্যাচের জন্য দুই কোটি টাকা ব্যয় করতে প্রস্তুত ছিল। নৈতিক দৃষ্টিকোণ থেকে সেটা ঠিক নয়৷ যেখানে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলোয়াড়দের পর্যাপ্ত বেতন পাচ্ছে না সেখানে এটা বিবেচনা করা ঠিক নয়।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »