আবারও হাসপাতালে সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে,টাইগার শিবিরে সবচেয়ে বড় চিন্তার নাম কাপ্তান সাকিব আল হাসানের ইনজুরি।জানা গেছে, স্বাগতিকদের বিপক্ষে এ ম্যাচের আগে স্ক্যান করাতে দ্বিতীয়বারের মতো সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ (বুধবার) বিকেলে ঐচ্ছিক অনুশীলন আছে টাইগারদের। স্ক্যানে কোনো বিপদের শঙ্কা না থাকলে এই অনুশীলনে দেখা যেতে পারে সাকিবকে।

এর আগে, গণমাধ্যমে দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, চোট পাওয়ার পরও সে (সাকিব) ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কমফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে। আমরা চাই না ঝুঁকি নিতে। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর। সাকিব এই ম্যাচ (ভারতের বিপক্ষে) খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না।

আপাতত সাকিবের স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষায় ম্যানেজমেন্ট। রিপোর্টের উপর ভিত্তি করে নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »