আফিফের দারুণ বোলিংয়ে ২ রানের জয় বাংলাদেশের

নিউজ ডেস্ক »

এশিয়ান গেমসের কোয়াটার ফাইনালে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে মালেশিয়াকে ২ রানে হারালো বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়িয়েছেন আফিফ হোসেন।

বাংলাদেশের ১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে মালেশিয়া। একটা সময় মনে হয়েছিলো ম্যাচটা বাংলাদেশ অনায়াসেই জিতে নেবে। কিন্তু সপ্তম উইকেট পার্টনারশিপে ৪০ রান নিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় মালেশিয়া। শেষ ওভারে জয়ের জন্য মালেশিয়ার প্রয়োজন ছিলো ১০ রান। ১৯তম ওভারে বল করতে এসে রিশাদ হোসেন ৫ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। শেষ ওভারের সমীকরণে দাঁড়ায় ৬ বলে ৫ রানের। আফিফের দারুণ বোলিংয়ে শেষ ওভারে ২ রান নিতে সক্ষম হয় মালেশিয়ান ব্যাটাররা। ফলে ২ রানের জয় পায় সাইফ হাসানের দল। ৪ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন আফিফ। এ জয়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার দিনে সাইফ হাসানের ফিফটি ও আফিফ হোসেন ২৩ রানের ইনিংসের উপর ভর করে ১১৬ রান করে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »