অবস্থা বুঝে ব্যবস্থা নিবে বিসিবি!

নিউজ ডেস্ক »

গেলো সপ্তাহ থেকেই হঠাৎ গুঞ্জন ওঠে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজকে সামনে রেখে লঙ্কানরা ইতিমধ্যে অনুশীলনেও নেমে পড়েছে। করোনার প্রকোপে বাতিল হচ্ছে একের পর এক সিরিজ। তবে শ্রীলঙ্কার করোনা অবস্থা বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের তুলনায় স্থিতিশীল থাকায় সিরিজটির ব্যাপারে বেশ আশাবাদী লঙ্কান ক্রিকেট বোর্ড (এসসি)। তবে বিসিবি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্তেই আসেনি। এ ব্যাপারে সাবেক অধিনায়ক আকরান খান জানান যে, ‘ন্যুনতম ঝুঁকি নিয়েও আমরা খেলতে যেতে চাই না।’

পূর্ব নির্ধারিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হিসেবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। কিন্তু করোনার প্রকোপ দেশে যেভাবে দিন দিন বিস্তার করছে খেলোয়াড়েরাও ভয়ে থাকবে সেটি স্বাভাবিক ব্যাপার। তবে অপারেশন্স কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘আমরা এখন পুরোপুরি পরিস্থিতির ওপরে নির্ভরশীল। দেশের করোনা পরিস্থিতি ঠিক না হলে আমরা কোনো ঝুঁকে নেব না।’

এদিকে গেলো সোমবার থেকেই অনুশীলনে নামে লঙ্কান ক্রিকেটাররা। এছাড়া তাদের দেশীয় এক সংবাদমাধ্যমে এমন খবর ছাপা হয় যে ২৮ জুলাই একটি চার্টার্ড বিমানে করে শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়বে টাইগাররা। এরপরই দেশের মিডিয়া নড়েচড়ে বসে। এই সিরিজ টি নিয়ে পূর্বেই বিসিবির বক্তব্য ছিলো, খেলোয়াড়দের নিরাপত্তাই সবার আগে! এছাড়া বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এই পরিস্থিতিতে সিরিজ খেলা কঠিন। আমরা আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাইছি। কেননা সবার আগে আমাদের প্লেয়ারদের নিরাপত্তার কথা ভাবতে হবে।’

সব শঙ্কা তখনই কাটবে যখন বিসিবির পক্ষ থেকে এই সিরিজ নিয়ে প্রেস ব্রিফিং হবে। তবে আপাতত বিসিবি থেকে এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি বললেই চলে। সে হিসেবে আগস্টে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ এখন ঝুলছে করোনা পরিস্থিতির ওপর।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »