অবশেষে ১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে গ্যাব্রিয়েল

নিউজ ডেস্ক »

অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। এর ফলে ১৪ সদস্যের স্কোয়াড এখন দাঁড়িয়েছে ১৫ সদস্যে।

আগামী ৮’ই জুলাই মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবিয়ানরা। কড়া স্বাস্থ্য নিরাপত্তার মধ্যে দিয়েই মাঠে গড়াবে ম্যাচটি। এর জন্য শুরু থেকেই বেশ সতর্ক উভয় ক্রিকেট বোর্ড। কয়েক ধাপে কোভিড-১৯ পরিক্ষা নিরিক্ষা করেই দলের সাথে যোগ দিতে পারছেন ক্রিকেটাররা। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচও সেরে ফেলেছে দু’দল।

১৪ সদস্যের স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের মাটিতে পাড়ি দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ দল। সাথে ১১ জন ক্রিকেটার রাখা হয়েছিলো রিজার্ভ হিসেবে। সেখান থেকেই শ্যানন গ্যাব্রিয়েল অন্তর্ভুক্ত হতে পারে মূল দলে এমনটিই জানিয়েছিলেন কোচ ফিল সিমন্স। তবে শর্ত বেধে দেওয়া হয়েছিলো নিজেকে ফিট প্রমাণ করেই তলে আসতে হবে তাকে। প্রস্তুতি ম্যাচের উপরে বিবেচনা করেই দলে নেওয়ার কথা জানিয়েছিলেন ক্যারিবিয়ান কোচ।

এবার সেই কথা মত প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করেই মূল স্কোয়াডে যায়গা করে নিয়েছেন ক্যারিবিয়ান এই পেসার। প্রস্তুতি ম্যাচের ৩ ইনিংসে নিয়েছেন ৮টি উইকেট। এতেই গ্যাব্রিয়েলকে দলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে গ্যাব্রিয়েলের দলে অন্তর্ভুক্তির কথা নিশ্চিত করেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

গ্যাব্রিয়েলের অন্তর্ভুক্তি নিয়ে দলটির প্রধান নির্বাচক জানান, ‘আমি টেস্ট স্কোয়াডে গ্যাব্রিয়েলকে নিতে পেরে উচ্ছাস প্রকাশ করছি৷ সে প্রমাণ করেছে সে ফিট এবং প্রস্তুত। সে আমাদের বোলিং ইউনিটের অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে।’

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »