নিউজ ডেস্ক »
এবার বাবা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া। গত জানুয়ারীতে আংটি বদল হলেও এখনও বিয়ে হয়নি দুজনের তবে এর মধ্যেই প্রথম সন্তানের সুসংবাদ পেয়েছেন ভারতীয় জাতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এর আগে গত জানুয়ারীতে আংটিবদল করেন হার্দিক পান্ডিয়া এবং বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যাংকোভিচ। নিজের বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন হার্দিক পান্ডিয়া নিজেই। এসময় এক পোস্টের মাধ্যমে পান্ডিয়া বলেন,’ নাতাশা ও আমি জীবনে একসঙ্গে চলেছি। এই যাত্রা আরও সুন্দর হতে চলেছে। আমরা দুজনেই এক নতুন জীবন আসার অপেক্ষায় খুবই উচ্ছ্বসিত। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই।’ নাতাশা একটি ম্যাক্সি ড্রেস পরে হার্দিকের দিকে তাকিয়ে রয়েছেন। লকডাউনের সময় একসঙ্গেই রয়েছেন তাঁরা।’
এসময় শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরাসহ ভারতীয় দলের সতীর্থরাও।
উল্লেখ্য, সত্যগ্রহ ছবি থেকে অভিষেক হওয়া নাতাশা স্ট্যাংকোভিচ অভিনয় করেছেন অ্যাকশন জ্যাকসন, ফুকরে রিটার্নস, ড্যাডি এবং শাহরুখ খানের জিরো ছবিতেও।
বাংলাদেশ সময়ঃ ১০:৩০ পিএম
নিউজক্রিকেট/কেএমএইচ