অনুশীলন শুরু হলেও বিদেশি কোচদের পাচ্ছে না বিসিবি

নিউজ ডেস্ক »

আগামী ১৫ জুন থেকে ক্রিকেটাদের স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সেখানে এখনই বিদেশি কোনো কোচ কিংবা সাপোর্টিং স্টাফকে পাওয়া যাবেনা। খেলোয়াড়দের আপাতত নির্ভর করতে হবে দেশি কোচদের উপরেই।

করোনাভাইরাসের কারণে প্রায় ৩ মাস ক্রিকেটাররা গৃহবন্দী। তারা খেলা কিংবা অনুশীলন কিছুই করতে পারছেনা। শুধু ফিটনেস নিয়ে কাজ করতে পারছেন কিছুটা৷ স্কিল নিয়ে কোনো কাজেই তারা করতে পারছেন না। এমন সময় কিছু ক্রিকেটার বিসিবিকে জানিয়েছিলো তারা অনুশীলন করতে চাই। এর ফলে বিসিবি তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছে সীমিত আকারে।

তবে ট্রেনিং শুরু করলেও করোনাভাইরাসের ভয়াবহতার কারণে এখনই বিদেশি কোনো সাপোর্টিং স্টাফকে পাওয়া যাবেনা৷ আর বাংলাদেশ দলে বেশিরভাগ কোচিং স্টাফই বিদেশি। যার ফলে কিছুটা সমস্যা হবে। এই ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ট্রেনিং শুরু করার পরিকল্পনা করছি। কিন্তু এতে কিছু বাধাবিপত্তি আছে। আমরা শুরু থেকেই কোচিং স্টাফদের পাবোনা। দেশি কোচদের দায়িত্ব নিতে হবে।’

‘বিদেশি কোচ, স্টাফরা কবে আসবে তার কোনো ঠিক নেই। এমন সময় খেলোয়াড়দের স্কিল নিয়ে কাজ করতে বিদেশি কোচদের প্রয়োজন আছে। তারা আসতে পারলে ভালো। তবে না আসতে পারলে দেশিরা কোচিং করাবেন।’

এই ব্যাপারে বিসিবি ডিরেক্টর আকরাম খান বলেন, ‘আমরা চাচ্ছি বিদেশিরা শুরু থেকেই থাকুক। তাদের ছাড়া আমাদের ক্যাম্প কঠিন। তবে পরিস্থিতিও স্বাভাবিক না৷ আমাদের সেটা বিবেচনা করতে হবে তারা এখানে চাকরি করে। পরিস্থিতি ভালো হওয়ার পর বিসিবি চাইলে তারা অবশ্যই আসবে।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »