অনুশীলন শুরু করেছে উইন্ডিজ টেস্ট দল

নিউজ ডেস্ক »

করোনার প্রকোপ অনেকটাই কমতে শুরু করেছে ক্যারিবিয়ান অঞ্চলে। আর তাই আসন্ন ইংল্যান্ড সফরকে সামনে রেখে অনুশীলনে নামছে উইন্ডিজ টেস্ট দল।

বার্বাডোসের কিংস্টন ওভালে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের অনুমতি নিয়েই অনুশীলন শুরু করছে উইন্ডিজ টিম। তবে শর্ত অনুযায়ী দুই দলে ভাগ হয়ে অনুশীলন করতে হবে।

এখন তাই ইংল্যান্ড সফরের ব্যাপারে বেশ আশাবাদী উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী জনি গ্রেভ। এই গ্রীষ্মের যেকোনো সময়ে সিরিজ আয়োজন করার ব্যাপারে আশাবাদী তিনি। যুক্তরাষ্ট্রের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ১ লাখের উপরে। তাই ৪ঠা জুন থেকে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরুর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না।

তবে আগে থেকেই অনুশীলন করে চাঙ্গা রাখতেই, খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এই সিদ্ধান্ত উইন্ডিজ বোর্ডের।

বাংলাদেশ সময়ঃ ৪:০০ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »