অনুশীলন শুরু করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে প্রায় ৪ মাস কোনো খেলা ছিলো না মাঠে। গত সপ্তাহে ইংল্যান্ড-উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে। এবার সে পথ অনুসরণ করছে নিউজিল্যান্ড। তারা তাদের খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করে দিচ্ছে কিউই বোর্ড।

বিশ্বে সবার আগে করোনা মুক্ত ঘোষণা করা হয় নিউজিল্যান্ডকে। টানা ১৪-১৫ দিন তাদের দেশে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। কিন্ত এরপর আবার সামান্য কিছু মানুষের করোনা ধরা পরে। তবে দেশটির জনজীবন এখন স্বাভাবিকের দিকে। খুলে দেয়া হচ্ছে সব কিছু।

সব কিছুর মত তারা ক্রিকেটও মাঠে ফেরাতে চায়। তারা অনুশীলনের কথা জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তিতে তারা জানায় তারা তাদের টপ ক্রিকেটারদের নিয়ে ৬ ভাগে ভাগ করে অনুশীলন শুরু করবে। হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন শুরু করবে তারা। পাশাপাশি মাউন্ট মাউংগানুয়েতে শুরু হবে অনুশীলন।

এই সপ্তাহেই শুরু হবে অনুশীলন। পুরুষদের পাশাপাশি অনুশীলন করবে নারী ক্রিকেটারও। তারা ইতিমধ্যে হাই পারফরম্যান্স সেন্টারে চলে গেছে।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »