অনুশীলনে ফিরছেন ইংলিশ ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব এখন স্থবির৷ গত প্রায় ২ মাস ধরে মাঠে নেই কোনোরকমের ক্রিকেট খেলা। ঘরোয়া থেকে আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেট বন্ধ। তাই স্বাভাবিক ভাবে অনুশীলনও বন্ধ। তবে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলনে নামতে যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। আগামী সোমবার থেকে অনুশীলন করবেন তারা৷

খেলোয়াড়রা দুই ভাগে ভাগ হয়ে অনুশীলনে নামবেন। প্রথম অংশে বোলাররা অনুশীলনে ফিরবেন। এর পর ১৫ দিন পরে ফিরবেন ব্যাটসম্যানরা। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবির) চুক্তিবদ্ধ ক্রিকেটার ও কাউন্টি লেভেল থেলে মোট ৩০ জন ক্রিকেটার নিয়ে এই অনুশীলন শুরু হবে । বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক অ্যাশলে গিলস ।

তিনি বলেন, ‘দর্শক শূন্য মাঠে খেলার ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের অনেক ক্রিকেটার দরকার। অনেকদিন মাঠের বাইরে থাকার ফলে অনেকেই ইঞ্জুরিতে পরতে পারেন। আমরা প্রথমে লাল বলের অনুশীলন করবো। এর পর সাদা বলের অনুশীলন শুরু করবো।’

গিলস আরো বলেন, ‘কারো মনের বিরুদ্ধে এখানে কাউকে আনা হবেনা। যাদের ইচ্ছে করবে তারা আসবে। যাদের করবেনা তারা আসবেনা৷ আমরা চুক্তিবদ্ধ আর কাউন্টি থেকে ক্রিকেটারদের ডাকবো।’

সাতটি ভেন্যুতে প্রথম ২ সপ্তাহের অনুশীলন চলবে। যাতে করে কাউন্টি কোচ আর ইসিবির কোচরা নিজ নিজ জায়গা থেকে দেখাশোনা করতে পারে খেলোয়াড়দের। ১৫ দিন পর ব্যাটসম্যানরা ফিরবে ১১টি মাঠে অনুশীলন করা হবে।

বাংলাদেশ সময়ঃ ৯:৪৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »