অনুশীলনের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

করোনাভাইরাসের প্রকোপে মাঠে খেলা নেই প্রায় আড়াই মাস। এর ফলে সব রকমের অনুশীলনও বন্ধ। খেলোয়াড়রা যে যার মত সময় কাটাচ্ছেন। অনেকের বাসায় ফিটনেস ঠিক রাখার মত সামগ্রী থাকলেও বেশিরভাগ ক্রিকেটারের কাছে নেই এসব সামগ্রী। এমন অবস্থায় ফিটনেস আর নিজেদের স্কিল ধরে রাখাটা এক প্রকার কঠিন। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের কথা চিন্তা করে দেশের ৪টি জায়গায় অনুশীলনের সুযোগ দিচ্ছে।

গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই খবর নিশ্চিত করেন। তিনি জানান খেলোয়াড়রা স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করতে পারবেন। তিনি বলেন , ‘ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে আমরা অনুশীলনের ব্যবস্থা করে দিচ্ছি। যদি কেউ চায় সপ্তাহ খানেক পর থেকে অনুশীলন শুরু করতে পারবে। তবে সেটা অবশ্যই ব্যক্তিগত ভাবে।’

বেশ কয়েকদিন আগে মুশফিক সহ বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন অনুশীলন করার। তবে বিসিবি প্রথমে সাড়া না দিলেও এবার দিয়েছে৷ নিজামউদ্দিন আরো বলেন, ‘সবার আসলে সব সুবিধা নেই। তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। তারা কয়েকজন আমাদের বলেছিলো তারা অনুশীলন করতে চায়। কিন্তু করোনা পরিস্থিতিতে হুট করে এ ব্যবস্থা করা সম্ভব নয়। এখন আমরা স্বাস্থ্যবিধি মেনেই ক্রিকেটারদের সীমিত পরিসরে অনুশীলনের সুযোগ করে দিচ্ছি।’

স্বাস্থ্যবিধি আর সীমিত পরিসরের ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রথম একজন একজন করে অনুশীলন করবে৷ এর পর আবার অন্য জন আসবে ঘন্টাখানেক পরে৷ এভাবেই চলবে। পরিস্থিতি ভালো হলে খেলোয়াড় বাড়বে৷’

উল্লেখ্য, সব খেলোয়াড় এসব সুবিধা পাবেননা। জাতীয় দল ও জাতীয় দলের আশপাশের ক্রিকেটাররা বিসিবির মাঠ, জিম ও অন্যান্য অনুশীলন সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে সে জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি ও বিসিবির বেঁধে দেওয়া নিয়মকানুন।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »