অধিনায়ক তামিম হবে অসাধারণঃ মাঞ্জরেকার

নিউজ ডেস্ক »

মাশরাফি বিন মুর্তজা তার ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাড়াঁলে অধিনায়কত্বের দায়িত্ব উঠে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খানের উপর। আর তামিম এই দায়িত্বে অসাধারণ করবে বলে জানান ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার সাঞ্জে মাঞ্জরেকার।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর ভিডিও পডকাস্টের অতিথি ছিলেন তামিম ইকবাল। তামিমের সঞ্চালক ছিলেন সাঞ্জে মাঞ্জরেকার। প্রায় ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন তামিম। এই বারই প্রথম জাতিয় দলেত আনুষ্ঠানিক নেতৃত্ব পান তামিম ইকবাল। মাঞ্জরেকার মনে করেন অধিনায়কত্ব করার তামিমের জন্য এটাই সেরা সময়।

এই বিষয়ে মাঞ্জরেকার বলেন, ‘আমার মনে হয় তুমি হয়তো নেতৃত্ব অনেক দেরিতে পেয়েছো। তোমার সাথে এতক্ষন আলাপে যেটা বুঝলাম এটাই তোমার সেরা সময় দলকে নেতৃত্ব দেয়ার। আমার মনে হচ্ছে তুমি মানসিক ভাবে ভালো অবস্থানে আছো। তোমার অভিজ্ঞতায় তোমার সঙ্গী। আমার বিশ্বাস তুমি বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি আজ এখান থেকে তোমাকে বলছি তুমি অসাধারণ অধিনায়ক হবে।’

মাঞ্জরেকারের কথার জবাবে তামিম বলেন, ‘অধিনায়কত্ব ব্যাপারটা আমাকে কখনো আকর্ষণ করেনি। আমি সব সময় নিজের পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি। সুযোগ যখন এসেছে তাই এটা নিয়ে নিলাম। অধিনায়কত্বের আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। ঘরোয়া লিগেও খব বেশি করিনা। তাই আর ভুল হওয়ার সুযোগ আছে। কিন্তু যা কিছু করবো দলের ভালোর জন্যই করবো।’

বাংলাদেশ সময়ঃ ৭:১৫ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »