‌সেঞ্চু‌রি হাঁ‌কি‌য়ে নতুন রেকর্ড গড়‌লেন আবিদ আলী

শোয়েব আক্তার »

ওয়ানডের পর এবার টেস্ট অভি‌ষে‌কে ও সেঞ্চু‌রি হাঁ‌কি‌য়ে রেকর্ড গড়‌লেন পা‌কিস্তা‌নি ক্রি‌কেটার আবিদ আলী।পুরুষ ক্রি‌কেটার হি‌সে‌বে ক্রি‌কে‌টের দুই ফরম্যা‌টে অভি‌ষেক ম্যা‌চে সেঞ্চুরি করা একমাত্র ক্রি‌কেটার এখন তি‌নি।

দীর্ঘ প্র‌তিক্ষার অবসান ঘ‌টি‌য়ে অব‌শে‌ষে টেস্ট ক্রি‌কেট ফি‌রে‌ছে পা‌কিস্তানে।ঐ‌তিহা‌সিক এ টেস্ট ম্যাচ কে স্মরণীয় ‌ও নি‌জের অভি‌ষেক টেস্ট ম্যাচ কে রাঙ্গা‌নোর জন্য এর থে‌কে বড় উপলক্ষ আর কিছু হ‌তে পা‌রে না আবিদ আলীর জন্য।

রাউয়াল‌পি‌ন্ডি‌তে শ্রীলঙ্কার বিপ‌ক্ষে আবিদ আলী ২০১ বল মোকা‌বেলা ক‌রে ১১ চারের সাহায্যে ১০৯ ক‌রে অপরা‌জিত থা‌কেন।

এর আগে চলতি বছরের ২৯ মার্চ দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১১২ রানের অসাধারণ ইনিংস খে‌লেন তি‌নি।

পুরুষ ক্রি‌কেটার‌দের জন্য এ কৃ‌র্তি নতুন হ‌লেও প্রথম ক্রি‌কেটার হি‌সে‌বে ইংল্যান্ডের নারী ক্রিকেটার এনিড ব্যাকওয়েল প্রথম কোন ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছিলেন। ১৯৬৮ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া নারী ক্রি‌কেট দলের বিপক্ষে অভিষেক টে‌স্টে তি‌নি করেছিলেন ১১৩ ও ৩৭ রান।

টেস্ট অভিষেকের প্রায় পাঁচ বছর পর ১৯৭৩ সালের জানুয়ারি মা‌সে আন্তর্জাতিক নারী একাদশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এনিড ব্যাকওয়েলের। সেই ম্যাচে উদ্ভোধনী ব্যাটসম্যান হি‌সে‌বে খেল‌তে নে‌মে ১০১ রানের অপরাজিত ইনিংস খে‌লেন তি‌নি।

বৃ‌ষ্টির দাপ‌টে শেষ পর্যন্ত ড্র হ‌য়ে‌ছে রাওয়ালপি‌ন্ডি টেস্ট।দূর্দান্ত সেঞ্চু‌রির ফল স্বরূপ ম্যান অব দ্যা ম্যা‌চের পুরুষ্কার ও জি‌তে নি‌য়ে‌ছেন আবিদ আলী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »