‌বি‌সিসিআই‌য়ের কেন্দ্রীয় চু‌ক্তি থে‌কে বাদ ধোনী! ‌

শোয়েব আক্তার »

মহেন্দ্র সিং ধোনী। বিশ্ব ক্রি‌কে‌টে তাঁর প‌রি‌চি‌তি ক্যা‌প্টেন কুল কিংবা মিস্টার ফি‌নিশার হি‌সে‌বে।বি‌শ্বের একমাত্র সৌভাগ্যবান অধিনায়ক হি‌সে‌বে আইসি‌সি’র সব ধর‌ণের ট্র‌ফি ছুঁ‌য়ে দে‌খে‌ছেন তি‌নি। ভারতীয় দল কে নি‌য়ে‌ গে‌ছেন টেস্ট র্যা‌ঙ্কিং এর শী‌র্ষে! দীর্ঘ ২৭ বছ‌রের বিশ্বকাপ খরা কা‌টি‌য়ে ঘ‌রের মা‌ঠে ভারত কে ২০১১ বিশ্বকাপ জেতানোর নায়ক ও তি‌নি।

অথচ সেই ধোনী‌কে নি‌য়ে-ই সাম্প্র‌তিক সম‌য়ে ভারতীয় ক্রি‌কেট সং‌শ্লিষ্ট ব্য‌ক্তিবর্গ থে‌কে শুরু ক‌রে দর্শক, সমর্থক‌দের ম‌ধ্যে চল‌ছে একটা-ই আলোচনা। ক‌বে, ক্রি‌কেট কে বিদায় বল‌বেন মা‌হি?

এমন আলোচনার ম‌ধ্যেই এবার আগামী এক বছ‌রের জন্য ক্রি‌কেটার‌দের সা‌থে ভারতীয় ক্রি‌কেট বো‌র্ডের করা চু‌ক্তি থে‌কে বাদ প‌ড়ে‌ছেন ভার‌তের অন্যতম সফল এই অধিনায়ক।

আজ ভারতীয় ক্রি‌কেট বো‌র্ডের বোর্ড সভার পর যে সব ক্রি‌কেটার‌দের সা‌থে চুক্তি নবায়ন করা হয়ে‌ছে তা‌তে নাম ছিলো না ধোনীর। বো‌র্ডের সা‌থে নতুন ভা‌বে চু‌ক্তিবদ্ধ হ‌য়ে‌ছেন ওয়া‌শিংটন সুন্দর, শ্রেয়াস আইয়ার, শারদুল ঠাকুর, নব‌দ্বিপ সাই‌নি ও দিপক চাহার।

চার‌টি গ্রে‌ডে ‌খে‌লোয়াড়‌দের সা‌থে চু‌ক্তি ক‌রে‌ছে বি‌সিআই‌সি। এর ম‌ধ্যে ‘এ প্লাস’ গ্রেডে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ।

গ্রেড ‘এ’ তে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ।

‘বি’ গ্রেড ভুক্ত খে‌লোয়াড়রা হ‌চ্ছেন ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল।

সর্ব‌শেষ গ্রেড ‘সি’ তে র‌য়ে‌ছেন কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার ও ওয়াশিংটন সুন্দর।

উ‌ল্লেখ্য, ‘এ প্লাস’ গ্রে‌ডের খে‌লোয়াড়‌দের বেতন ৭ কো‌টি রু‌পি। ‘এ’ গ্রে‌ডের খে‌লোয়াড়‌রা পা‌বেন ৫ কো‌টি রু‌পি ক‌রে। বি ও সি গ্রে‌ডের খে‌লোয়া‌দের মাস প্র‌তি বেতন যথাক্র‌মে ৩ ও ১ কো‌টি রু‌পি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »