শোয়েব আক্তার »
বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএলের তৃতীয় রাউন্ডের মধ্যদিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ইঞ্জুরিতে পড়ে ২০১৯ বিশ্বকাপের পর আর মাঠে নামা হয় নি সাইফুদ্দিনের। মাঝখানে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান সিরিজ খেলতে পারেন নি তিনি। ছিলেন না ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে রঙ্গিন আসর “বঙ্গবন্ধু বিপিএল”।
কোমরের চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে এবার বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন না তিনি। তবে, চোটের কারণে এক ইনিংসে ১৬ ওভারের অধিক বল করতে পারবেন না তিনি। বোলিং এ ধরাবাঁধা নিয়ম থাকলেও দীর্ঘ সময় ব্যাটিং এ কোন সমস্যা নেই সাইফুদ্দিনের। বিসিএলে নিজেকে ফিট প্রমাণ করতে পারলেই আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য বিবেচিত হবেন এই অলরাউন্ডার।
সাইফুদ্দিন সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সাইফুদ্দিন এক ইনিংসে ১৬ ওভারের বেশি বোলিং করতে পারবেন না। তবে লম্বা সময় ব্যাটিং করতে ওর কোন সমস্যা নেই। বিসিএলে নিজেকে ফিট প্রমাণ করতে পারলেই জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচিত হবেন তিনি।’
মাঠের ক্রিকেট ফিরতে সাইফুদ্দিন কে বেশি বেগ পোহাতে হবে না বলে মনে করেন তাঁকে নিয়ে পূর্নবাসন ক্যাম্প করা ও এইচপি ইউনিটের কোচ চাম্পাকা রামানায়কে। তিনি বলেন, ‘সাইফুদ্দিন একজন মেধাবী ক্রিকেটার। আমি মনে করি না যে তার মাঠে ফিরে মানিয়ে নিতে অসুবিধা হবে। ওকে(সাইফুদ্দিনকে) আমি খুব কাছ থেকে দেখেছি। খেলা শুরু করলে ওর বলের গতি আরও বাড়বে। ইয়র্কার গুলো ও বেশ ভালোভাবে চর্চা করেছে। আমি আশা করি সে আরও ভালো ক্রিকেট খেলবে।’