শোয়েব আক্তার »
২০০৮ সালের পর আবারও সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ভেন্যু জটিলতায় বাতিল হয়েও হয় নি সিরিজ টি। শেষ পর্যন্ত আইসিসি’র মধ্যস্ততায় তিন দফায় পাকিস্তানে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।
প্রথম দফায় তিনটি টি-২০ খেলতে কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পরশু (২৪ জানুয়ারি) বেলা তিনটায় এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।
পাকিস্তানে ক্রিকেট ফেরাতে জোর চেষ্ঠা চালাচ্ছে পিসিবি। এজন্য, বাংলাদেশের পাকিস্তান সফর উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পাকিস্তানী নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত সিরিজটি ঘরের মাঠে আয়োজন করতে পারায় আয়োজনে কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এর অংশ হিসেবে ম্যাচের দুই দিন আগে লাহোর স্টেডিয়ামে উড়ানো হয়েছে দুই দেশের পতাকা। পাকিস্তানের মাটিতে লাল-সবুজের পতাকাকে উড়তে দেখে আবেগ আপ্লুত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্ত, সমর্থক’রা।
এমনিতেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নয়। তার উপর দুই দল মাঠে নামলেই ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে পাকিস্তানের নির্মম অত্যাচারের কথা বারবার উঠে আসে। তবে, দিন শেষে ক্রিকেট-ই এক বিন্দুতে এনে মিলিয়েছে দুই দেশের পতাকা কে।
এখন পর্যন্ত ১০ টি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে মাত্র ২ টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, বাকি ৮ টি পাকিস্তান। উল্লেখ্য, বর্তমানে টি-২০ র্যাঙ্কিং পাকিস্তান শীর্ষে অবস্থান করছে। পক্ষান্তরে বাংলাদেশ র্যাঙ্কিং এর নয় নম্বরে অবস্থান করছে।