‌পা‌কিস্তা‌নে যে‌তে ক্রি‌কেটার‌দের অনাগ্রহের কারণ স্পষ্ট নয়

শোয়েব আক্তার »

বঙ্গবন্ধু বি‌পিএল শেষ হওয়ার সা‌থে সা‌থেই পূর্ণাঙ্গ সফরে পা‌কিস্তান যাওয়ার কথা বাংলা‌দে‌শের। সফরের সময় ঘ‌নি‌য়ে এলেও এখনও চূড়ান্ত হয় নি সফ‌রের সময় সূ‌চি। দুই বো‌র্ডের চি‌ঠি চালাচা‌লি আর দুই বো‌র্ড প্রধা‌নের টে‌লি‌ফোন আলাপের ম‌ধ্যে আট‌কে আছে সি‌রি‌জের ভাগ্য।

‌নিরাপত্তা শঙ্কায় পা‌কিস্তা‌নে শুধু টি-২০ সি‌রিজ খেল‌তে রা‌জি বিসি‌বি অপর দি‌কে পি‌সি‌বি চাই‌ছে বাংলা‌দেশ পূর্ণাঙ্গ সফ‌রে পা‌কিস্তান যাক। বি‌সি‌বির অটল সিদ্ধা‌নে এবার টি-২০ সি‌রিজ বাদ দি‌য়ে শুধু টেস্ট খেলার প্রস্তাব দি‌য়েছে পি‌সি‌বি।

ত‌বে সব কিছু ছা‌পি‌য়ে আলোচনায় পা‌কিস্তান সুপার লীগ বা পিএসএ‌লে বাংলা‌দে‌শি ২৩ ক্রি‌কেটা‌রের নাম নিবন্ধন করা নি‌য়ে। বি‌সি‌বির তরফ থে‌কে পি‌সি‌বি কে জানা‌নো হ‌য়ে‌ছে খে‌লোয়াড়’রা পা‌কিস্তা‌নে লম্বা সফ‌রে যে‌তে চান না। তখন পা‌কিস্তান ক্রি‌কেট বো‌র্ড থে‌কে জান‌তে চাওয়া হ‌য়ে‌ছে পিএসএ‌লে গি‌য়ে ক্রি‌কেটারদের খেলার আগ্রহ থাক‌লে জাতীয় দলের সা‌থে যাওয়ার আগ্রহ নেই কেন?

‌এ ব্যাপা‌রে খে‌লোয়াড়‌দের সা‌থে যোগা‌যোগ করা হ‌লেও সু-স্পষ্ট কোন জবাব পাওয়া যায় নি ক্রি‌কেটার‌দের কাছ থে‌কে। খে‌লোয়াড়‌দের সা‌থে কথা বলার পর বি‌সি‌বি সভাপ‌তি নাজমুল হাসান পাপন ব‌লেন, ‘ওরা সবাই ভিন্ন ভিন্ন কথা ব‌লে। তারা বল‌ছে নাম পাঠা‌লেই তো দল পে‌য়ে যাচ্ছি না। আবার দল পে‌লেও বি‌সি‌বির অনাপ‌ত্তিপত্র লাগ‌বে। সব কিছুই অনেক লম্বা প্র‌ক্রিয়া। আমরা শুধু নাম দি‌য়ে রে‌খে‌ছিলাম।’

ক্রি‌কে‌টের জন‌প্রিয় এক ও‌য়েব সাইট‌কে দেওয়া সাক্ষাৎকা‌রে পিএসএ‌লে নাম নিবন্ধন করা এক ক্রি‌কেটার প্রায় একই কথা ব‌লেন। তি‌নি ব‌লেন, ‘আমরা মূলত আমা‌দের এজে‌ন্টের মাধ্য‌মে নাম নিবন্ধন করাই। তারাই সব কাজ সম্পন্ন ক‌রে দেয়। দল পে‌লেও বি‌সি‌বির অনাপ‌ত্তিপত্র পাওয়া সহ অনেক কিছু বা‌কি থা‌কে। শেষ পর্যন্ত খেল‌তে যা‌বো কি না তা অনেক সময় সা‌পেক্ষ বিষয়।’

উ‌ল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, ইমরুল কায়েস, অলক কপালি, আবু হায়দার রনি সহ ২৩ জন ক্রি‌কেটার পিএসএল এ খেলার আগ্রহ দে‌খি‌য়ে‌ছি‌লেন। যদিও নিলাম কেউই দল পান‌নি। তাছাড়া ফেব্রুয়া‌রি তে জিম্বাবু‌য়ের বাংলা‌দেশ সফর আছে। তাই দল পে‌লেও পিএসএল খেলার সু‌যোগ পে‌তেন না ক্রি‌কেটার’রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »