৩৮ মিনিটেই শেষ বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপের টিকিট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই টিকিট নিয়ে দর্শক উন্মাদনা চলছে। আগামী ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার মাত্র ৩৮ মিনিটেই শেষ হয়ে গেছে। ভারতের একটি গনমাধ্যম তথ্য নিশ্চিত করেছে।

ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি অনলাইনে শুরু হয়েছে গতকাল (শুক্রবার)। তবে মাস্টারকার্ড-ধারীরা এর আগেরদিন (২৪ আগস্ট) থেকেই অনলাইনে বিশ্বকাপের টিকিট সংগ্রহের সুযোগ পান। বিসিসিআই অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রির প্লাটফর্ম হিসেবে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বুকমাইশোকে (BookMyShow) দায়িত্ব দেয়া হয়। যেখানে একই সময়ে অনেকগুলো ম্যাচের টিকিট ছাড়ায় ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

ভারতীয় গনমাধ্যম আজতাক জানায়, কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের সব টিকেট মাত্র ৩৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা লড়াইও হবে কলকাতায়। এই ম্যাচের টিকিট আয়োজকরা এখনও ছাড়েনি। ইডেনে একটি সেমিফাইনাল সহ মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অধিকাংশ ক্ষেত্রেই টিকিটের বিপুল চাহিদা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »