৩ ঘণ্টায় ৩৫টি গান গাইবেন এ আর রহমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) অস্কার বিজয়ী উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান বিসিবির ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ অনুষ্ঠানে ৩ ঘণ্টায় প্রায় ৩৫টি গান গেয়ে শোনাবেন দর্শক-শ্রোতাদের।

এর আগে ২০২০ সালের মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে মুজিববর্ষ উদযাপনের কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আয়োজন পিছিয়ে দেওয়া হয়। স্থগিত হওয়া সেই আয়োজন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। এ আর রহমানকে মূল আকর্ষণ ধরেই বিসিবি এই অনুষ্ঠান আয়োজন করছে।

এ আয়োজনের মঞ্চে তাকে দেখা যাবে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত। বিসিবি পরিচালক ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বলেন,”এ আর রহমান হলেন মূল আকর্ষণ। শুধু এ আর রহমানের অংশই সম্ভবত প্রায় ৩ ঘণ্টার। উনি ৩৫টির মত গান গাইবেন।”

এ আর রহমান ছাড়াও দেশের বিখ্যাত ব্যান্ড মাইলস ও পোপসম্রাজ্ঞী মমতাজ এই কনসার্টে গান পরিবেশন করবেন।

মল্লিক বলেন,”এছাড়া আমাদের দেশি শিল্পী আছেন, মমতাজ আপা আছেন মাননীয় সংসদ সদস্য, উনিসহ আরও দুই-তিনজন স্থানীয় শিল্পী পারফর্ম করবেন। জাতীয় সঙ্গীতও মঞ্চে পরিবেশিত হবে। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকেলে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের কনসার্ট।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »