https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বাংলাদেশ দল সাদা পোশাকের ক্রিকেট খেলছে প্রায় ২০ বছর হল। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই লম্বা সময় পাড়ি দিলেও নবীন আফগানদের কাছেই খাবি খেয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে এমন পারফরম্যান্সের কারণে হতাশা প্রকাশ করেছেন খোদ বিসবি প্রেসিডেন্ট।
অন্যদিকে মুদ্রার উল্টোপিঠ ছিল আফগান শিবিরে। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই তারা রাজত্ব করেছে সাগরিকার উইকেটে। ঘরের মাঠের ফায়দা না নিতে পারার কারণে হার জুটেছে ২২৪ রানের।
আফগানদের বিপক্ষে এই লজ্জার হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কোনো প্রকার অজুহাত দাড় করাতে চাননি। পাশাপাশি কৃতিত্ব দিয়েছেন আফগান ক্রিকেটারদের। তার ভাষ্য, ‘এখানে দুটি কারন আছে বলে মনে হয় আমার। আমাদের ব্যাটসম্যানদের খেলা ও আফগানদের বোলিং। ভালো একটি দল হয়ে উঠতে চাইলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ২০ বছর পর আমরা বলতে পারি না যে আমরা শিখছি।’
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচের কথা ভুলে গিয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের দিকেই মনোযোগ রাখতে চান টাইগার অধিনায়ক। ‘আমরা অনেকদিন পর টেস্ট খেলেছি। আফগানিস্তাকে কৃতিত্ব দিতেই হবে। যত দ্রুত সম্ভব ম্যাএই ম্যাচ ভুলে গিয়ে আমাদের টি-২০ সিরিজে মনোযোগ দিতে হবে। এই ফরম্যাটে আফগানিস্তান খুবই ভালো দল। আগামী বছর টি-২০ বিশ্বকাপ তাই আমাদের সেদিকেই মনোযোগ দিতে হবে।’