নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টি২০ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করেছিল উগান্ডা। এই দলটির হয়েই চলতি বিশ্বকাপের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে খেলছে ফ্রাঙ্ক নসুবা। ৪৪ বছর বয়সী নসুবা একজন পেস অলরাউন্ডার। পাপুয়া নিউগিনিকে হারানোর ম্যাচে মাত্র ৪ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করে দলের জয়ে অবদানও রেখেছেন এই ক্রিকেটার।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, এমন ক্রিকেটারদের মধ্যে ২০০০ সালে বা তৎপূর্বে নিজ দেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে, এমন ক্রিকেটার একজনই খেলছে এবার বিশ্বকাপে। তিনি উগান্ডার ফ্রাঙ্ক নসুবা।
১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে মাত্র ১৬ বছর বয়সে একজন স্পিনার হিসেবে বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিয়ে গড়া ইষ্ট আফ্রিকার হয়ে স্বীকৃত ক্রিকেটে খেলা শুরু করে নসুবা। সেই ট্রফি আন্তর্জাতিক অথবা লিষ্ট এ স্বীকৃত না হলেও আইসিসির অধীনস্থ চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ হিসেবে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সেই টুর্নামেন্টগুলো ব্যাপক ভূমিকা রাখতো।
১৯৯৯ সাল পর্যন্ত ইষ্ট আফ্রিকা নামে দল ক্রিকেট খেললেও ১৯৯৮ সালেই উগান্ড আইসিসির সদস্যরাষ্ট্র ভুক্ত হয় এবং ১৯৯৯ সাল থেকে আলাদাভাবে ক্রিকেটীয় কার্যক্রশ শুরু করে। উগান্ডা সেই সময় থেকে আলোচিত দলে পরিণত হতে না পারলেও আইসিসির অধীনে ক্রিকেট খেলা অব্যাহত ছিলো তাদেরও। অবশেষে আইসিসির ক্রিকেট বিশ্বায়নের অংশ হিসেবে ১০৪টি দেশকে টি২০ মর্যাদা দেওয়ার সুবাদে উগান্ডাও ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করে। ২০১৯ সালেই বোস্তানার বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফ্রাঙ্ক নসুবার। এটি ছিলো উগান্ডার প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরুর পর মাত্র ৬ বছরের মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ইষ্ট আফ্রিকার এই দলটি। ১৯৯৭ সাল থেকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা নসুবা দীর্ঘ ২৩ বছর ধরে খেলার ধারাবাহিকতায় ২০১৯ সালে এসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ৩৯ বছর বয়সে এবং ৪৪ বছর বয়সে এসে দেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলছেন, এ যেন রূপকথার গল্পকেও হার মানিয়েছে।
৪৪ বছর বয়সে দলের বোঝা হয়ে নয়, পারফর্ম করেই খেলছেন নসুবা। দেশের হয়ে ৫৬টি টি২০ ম্যাচ খেলে ৩১ রান বেস্টে ১৫৮ রান ও বল হাতে ৩ উইকেট বেস্টে ৫৭ উইকেট শিকার করেন। চলতি বিশ্বকাপে ২ ম্যাচ খেলে ২ উইকেট শিকার করেন। পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের ম্যাচেই ৪ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন।
চলতি বিশ্বকাপ শেষেই হয়তো ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন ৪৩ বছর ২৮৬ দিন বয়সী ফ্রাঙ্ক নসুবা। তবে ১৯৯৭ সাল থেকে অদ্যাবধি দীর্ঘ ২৭ বছর যাবত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা নসুবার পরিশ্রম, সাধণা এবং লক্ষ্য অর্জন করার গল্প অনুপ্রেরণা হয়েই থাকবে।