১৮ মাস নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাউন্সি উইকেট, অচেনা কন্ডিশন, ব্যাটিং বিপর্যয়ে টিম টাইগার্স। বোলিং প্রান্তে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। আইসিসির দুর্দান্ত একটি ইয়র্কার রুখে দেবার চেষ্টা করলেন সাকিব। কিন্তু বল সোজা গিয়ে আঘাত করলো মিডল স্টাম্পে। ক্লিন বোল্ড সাকিব আল হাসান, ক্লিন বোল্ড বিশ্বসেরা অলরাউন্ডার।

দলের এই দুঃসময়ে আগেও অনেকবার বিপদের কান্ডারি হয়ে ম্যাচ জিতিয়েছেন সাকিব কিন্তু এবার আর পারলেন না। ইয়র্কারে নিজের দুর্বলতা স্বীকার করলেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার কাছে।

বাংলাদেশ ক্রিকেটকে এবার একটি বড় দুঃসংবাদ দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব ধরণের ক্রিকেট থেকে দেড় বছরের (১৮ মাস) জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান। দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব এসেছিলো, সাকিব প্রত্যাখ্যান করেছেন ঠিকই এমন প্রস্তাব তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা দেশের বোর্ডের কাছে গোপন রাখেন। কিন্তু আইসিসি পরে এই ব্যাপারটি জানতে পারে। আন্তর্জাতিক জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে এমন তথ্য উদ্ধার করে আইসিসি। এবং এর পরে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সম্প্রতি সাকিবের সাথে কথা বলেন আকসুর প্রতিনিধিরা। একটি বিশ্বস্ত সূত্র বলছে, সাকিব নিজেও তার ভুল স্বীকার করে নিয়েছেন। সাকিব জানিয়েছেন, জুয়াড়ির প্রস্তাবকে গুরুত্ব দেননি তিনি। তবে এই বিষয়টি খুব হালকা ভাবে নেওয়াটাই সাকিবের জন্য কাল হয়েছে। সব ধরণের ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র বলছে, আজ বা আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবং বিসিবিও এ ব্যাপারে অবগত আছে।

আইসিসির দুর্নীতি দমন নীতিমালায় উল্লেখ আছে যে, কোনো ক্রিকেটার, কোনো কোচিং, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসের সদস্য, জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সংশ্লিট যে কেউ জুয়াড়িদের কাছ থেকে কোনো অনৈতিক প্রস্তাব পেলে সাথে সাথে আইসিসি কিংবা নিজের দেশের বোর্ডের দুর্নীতি কর্মকর্তাদের অবগত করতে হবে। এজন্য প্রতিটি সিরিজ ও ম্যাচের আগে আইসিসি থেকে ক্রিকেটের ও ম্যাচের সাথে সংশ্লিষ্ট সবাইকে জুয়াড়িদের সম্পর্কে অবগত করা হয়ে থাকে।

আইসিসির নিয়ম অনুযায়ী যদি কেউ জুয়াড়িদের থেকে কোনো অনৈতিক প্রস্তাব পান এবং সেটা গোপন রাখেন তবে সেই ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির আওতায় আসতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ৬ মাস আর সর্বোচ্চ শাস্তি ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা রাখে আইসিসি। আকসুর জিজ্ঞাসাবাদে সহযোগিতা করায় ১৮ মাসের নিষেধাজ্ঞা পাবেন আইসিসি থেকে। তবে সাকিব কোনো স্পট ফিক্সিং না, জুয়াড়ির প্রস্তাব গোপন করার জন্যই এই শাস্তি পাবেন।

বিগত কয়েকদিন ধরে সাকিবের ভারত সফর নিয়ে ছিল প্রশ্ন। কারণ, ভারত সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে সাকিব ছিলেন ছুটিতে। গুরুত্বপূর্ণ একটি সফরের আগে দলের অধিনায়কের এমন ছুটি প্রশ্ন তুলেছিল ভারত সফরে তার যাওয়া নিয়ে। অবশেষে আসল কারণ জানা গেলো। সাকিব আল হাসান নিজেই এমন কিছুর জন্য অনুতপ্ত, আর সেটা সাকিব আল হাসানকে দেখলেই বুঝা সম্ভব। পাহাড় সমান চাপ বুকে নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে গেলেও বোঝা যাচ্ছিলো পরিস্থিতি একটা স্বাভাবিক না।

সূত্র : দৈনিক সমকাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »