‘১৭২০’ ক্রিকেটারকে দুই কোটি টাকা দিচ্ছে বিসিবি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে দেশে আরোপ করা হয়েছে লকডাউন। যে কারণে যথারীতি থেমে রয়েছে দেশের ক্রিকেট অঙ্গন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। ঘরোয়া টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটাররা।

এমন পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের মোট এক হাজার ৭২০ জন ক্রিকেটারকে দুই কোটি টাকা অনুদান দিচ্ছে বিসিবি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুষ ক্রিকেটারদের যারা বোর্ডের চুক্তিতে নেই তারা পাবেন এই আর্থিক সহযোগিতা। এছাড়া পাবেন চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও। মোট এক হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটারের মধ্যে বিতরণ করা হবে মোট ২ কোটি টাকা।

মূলত ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ, প্রমীলা জাতীয় লিগ, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, প্রমীলা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ লিগের ক্রিকেটাররা এই অনুদান পাবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »